পুজোয় সস্তায় ময়দা-চিনি দেবে রাজ্য

Must read

প্রতিবেদন : আসন্ন উৎসবের মরশুমে রাজ্য সরকার অন্ত্যোদয় এবং বিশেষ অগ্রাধিকারপ্রাপ্ত পরিবারগুলিকে রেশনে সস্তায় ময়দা ও চিনি সরবরাহ করবে (Bengal- Ration)। দুর্গাপুজো, কালীপুজো ও ছটপুজো উপলক্ষে তাঁদের অন্যান্য প্রাপ্য খাদ্যসামগ্রীর পাশাপাশি ভরতুকিতে ২৮ টাকা কেজি দরে ময়দা এবং ৩২ টাকা কেজি দরে চিনি সরবরাহ করা হবে। আজ থেকে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এই সুবিধা চালু থাকবে বলে খাদ্য দফতর জানিয়েছে।
প্রত্যেক মাসেই বিভিন্ন প্রকারের রেশন কার্ডের মধ্যে কোন কার্ডে কতটা রেশন সামগ্রী বরাদ্দ করেছে সরকার, তা খাদ্য দফতরের তরফে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়ে থাকে। সরকারের তরফে যে ক্যাটেগরির কার্ডে যতটা রেশন দ্রব্য বরাদ্দ হয়েছে, সেই তালিকা বোর্ডে বা কাগজের প্রিন্ট আউটে দোকানের সামনে টাঙিয়ে দেওয়া সরকারেরই নিয়ম। যাতে বিভিন্নরকম রেশন প্রাপকরা সরকার কর্তৃক বরাদ্দকৃত রেশনের পরিমাণ সম্পর্কে বিভ্রান্ত না হয়।

আরও পড়ুন-রুজিরার আবেদনে ইডি-মিডিয়াকে কোর্টের নির্দেশিকা

পুজোর মাসে রাজ্যের বিভিন্ন রেশন (Bengal- Ration) দোকানে কার্ড অনুযায়ী নিম্নলিখিত পরিমাণ বিনামূল্যে রেশন দ্রব্য বণ্টন করা হবে রেশন ডিলারের তরফে দুয়ারে সরকার ক্যাম্পে। স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড ও প্রায়োরিটি হাউসহোল্ড। এই দুই প্রকার রেশন কার্ড যাঁদের রয়েছে সেইসব পরিবারের সদস্যদের মাথাপিছু তিন কেজি চাল, মাথাপিছু দুই কেজি গম অথবা তিন প্যাকেট করে আটা বিলি করা হবে একেবারে বিনামূল্যে। অন্ত্যোদয় অন্ন যোজনা-র গ্রাহকরা পরিবার পিছু একুশ কেজি করে চাল, চোদ্দো কেজি গম বা তেরো কেজি তিনশো গ্রাম আটা বিনাামূল্যে পাবেন। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে সংশ্লিষ্ট পরিবারগুলিকে। রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ শ্রেণির রেশন কার্ড থাকলে সুবিধাভোগীদের মাথাপিছু তিন কেজি করে চাল এবং দুই কেজি করে আটা দেওয়া হবে এই মাসে। আটা না থাকলে আটার পরিবর্তে গম দেওয়া হবে।

Latest article