অমিত শাহর বিরুদ্ধে গোয়ায় নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস

গোয়ায় কোভিড বিধি ভেঙে প্রচার করায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস।

Must read

গোয়ায় (Goa) কোভিড বিধি ভেঙে প্রচার করায় এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধেও অভিযোগ জানানো হয়েছে। আর সানভোরদেম বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানানোর পাশাপাশি চারচোরেম থানাতেও এফআইআর করা হয়েছে।

আরও পড়ুন-লখনউতে গিয়ে তৃণমূল সুপ্রিমোর স্লোগান “খেলা হবে”, উত্তরপ্রদেশ থেকে বিজেপি হটানোর ডাক মমতার

চলতি বছরের ৩০ জানুয়ারি সানভোরদেম কেন্দ্রে বিজেপি প্রার্থী গণেশ গাঁওনকারের হয়ে প্রচারে কোভিড বিধি লঙ্ঘন করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সঙ্গে গোয়ার মুখ্যমন্ত্রীও ছিলেন। তৃণমূল কংগ্রেসের তরফে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়ে বলা হয়েছে, ১. বিজেপির জাতীয় দলের তকমা বাতিল করতে হবে। ২. অমিত শাহ ও প্রমোদ সাওয়ান্তের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে হবে। ৩. গোয়ায় কোনোরকম নির্বাচনী কর্মসুচিতে যাতে এরা দুজন যোগ দিতে না পারেন তা সুনিশ্চিত করতে হবে।

আরও পড়ুন-জেলায় জেলায় প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ মিটছে জানালো তৃণমূল কংগ্রেস

১৪ ফেব্রুয়ারি গোয়ায় বিধানসভার নির্বাচন। তার আগে প্রচারে সরগরম রয়েছে গোয়া। এই আবহে অমিত শাহর বিরুদ্ধে অভিযোগ বাড়তি মাত্রা যোগ করল গোয়ার রাজনীতিতে।

Latest article