বাঙালি খাদ্যে মজলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজধানীতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনে বাঙালি খাবারের স্বাদ নিয়ে উচ্ছ্বসিত দিল্লির মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত এরিক গারসেটি

Must read

রাজধানীতে পশ্চিমবঙ্গ সরকারের অতিথিশালা বঙ্গভবনে বাঙালি খাবারের স্বাদ নিয়ে উচ্ছ্বসিত দিল্লির মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত এরিক গারসেটি। শুক্রবার দুপুরে হেইলি রোডের বঙ্গভবনে ষোলোআনা খাঁটি বাঙালি খাবারে রসনাতৃপ্তি করলেন তিনি। জানালেন শিগগিরই যাবেন ফুটবলের শহর কলকাতায়।

আরও পড়ুন-অশান্ত মণিপুরে ইস্তফার সাজানো নাটক মুখ্যমন্ত্রীর

এদিন বাংলার মাছের পাতুরি, কলাভাজা, মিষ্টি দই আর রসগোল্লা মন জিতে নিয়েছে এরিক গারসেটির। শুক্রবার দুপুরে বঙ্গভবনের অতিথিশালার বিশেষ কক্ষে পাঁচরকম ভাজা, শাক, মুগের ডাল, থোড়ের ঘন্ট, মাটন কষা আর বাংলার রসগোল্লা, সন্দেশ দিয়ে মধ্যাহ্নভোজন সারেন তিনি। বাঙালি খাবারের আস্বাদ নিতে নিতে রবীন্দ্রসংগীতও শোনেন। পরে তিনি বলেন, কলকাতার ফুটবল উন্মাদনা, মাছ, রসগোল্লা আর বাঙালি সংস্কৃতি মন জিতে নিয়েছে তাঁর। বিশেষ করে কলাভাজা খেয়ে রীতিমতো অভিভূত তিনি। যাওয়ার সময় সাংবাদিকদের উদ্দেশে শুদ্ধ বাংলায় বলেন, শীঘ্রই দেখা হবে।

Latest article