সংসদে তাণ্ডব, সরব তৃণমূল

Must read

অধিবেশন চলাকালীন স্মোক ক্যান নিয়ে লোকসভায় (Parliament Attack) ঢুকে দুই যুবকের তাণ্ডব। বুধবার দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় প্রশ্নের মুখে সংসদের নিরাপত্তা। অভিযুক্তদের পাস ইস্যু করা বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ভূমিকা নিয়েও সরব তৃণমূল কংগ্রেস। প্রতাপের বিরুদ্ধে কেন পদক্ষেপ করা হবে না প্রশ্ন তুলল তৃণমূল নেতৃত্ব।
নিরাপত্তার বলয় ভেদ করে কী করে ভিতরে ঢুকল ওরা? বিজেপি সাংসদ প্রতাপ সিমহা ওই পাস দিয়েছিলেন, যাতে ওরা ভিতরে প্রবেশ করতে পারে। তাহলে বিজেপি বলুক, প্রতাপকে বহিষ্কার করা হবে না কেন? মহুয়া মৈত্রের ক্ষেত্রে লোকসভা এত তড়িঘড়ি পদক্ষেপ নিল, এবার দেখতে চাই এই ক্ষেত্রে লোকসভা কী ব্যবস্থা নেয়। যদি বিজেপি এই সাংসদকে বহিষ্কার করে তাহলে বুঝব ওরা নিরপেক্ষ।

সংসদের নিরাপত্তা ইস্যুতে যদি মহুয়া মৈত্রের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হয়, তাহলে বিজেপি সাংসদ প্রতাপ সিমহার ক্ষেত্রে নয় কেন? লোকসভার অধ্যক্ষ ঠিক করুন, নিরাপত্তার ইস্যুতে লোকসভার ভবিষ্যৎ কী হবে। সংসদ হামলার ২২ বছর পূর্তিতে এটা কি উৎসব পালিত হল?

সন্দেহ হচ্ছে এটা কি নিছকই কাকতালীয় ঘটনা? এই ঘটনায় সাংসদদের প্রাণ বিপন্ন হতে পারত। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষতি হতে পারত। স্বরাষ্ট্রমন্ত্রক কী করছে? এতে দেশের কি নিরাপত্তার ব্যাঘাত ঘটে না? নিরাপত্তা বিঘ্নিত হয় না? আশা করি এর উত্তর পাব আমরা।

আরও পড়ুন- দুই হামলাই বিজেপির জমানায়, ২০০১ সালে সংসদে ভয়ঙ্কর হামলা চলেছিল ৩০ মিনিট ধরে

Latest article