আজ ডুরান্ড যাত্রা শুরু ইস্টবেঙ্গলের

লাল-হলুদে সই জোড়া বিদেশি ডিফেন্ডারের

Must read

প্রতিবেদন : মোহনবাগান ও মহামেডান স্পোর্টিং ইতিমধ্যেই ডুরান্ড কাপে নেমে পড়েছে। রবিবার এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টে মাঠে নামছে ইস্টবেঙ্গল (East Bengal vs Bangladesh Army)। কলকাতা লিগে রিজার্ভ দল খেলছে। তাই কার্লোস কুয়াদ্রাত আদতে মরশুম শুরু করছেন এই ম্যাচটা দিয়েই।
প্রতিপক্ষ বাংলাদেশ সেনাদল। যারা প্রথম ম্যাচে মোহনবাগানের কাছে পাঁচ গোল হজম করেছে। যদিও বিদেশিহীন বিপক্ষকে হাল্কাভাবে নিতে রাজি নন কুয়াদ্রাত। একই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের সঙ্গে নিজের দলের তুলনা টানতে রাজি নন লাল-হলুদের স্প্যানিশ কোচ। তিনি বলছেন, মোহনবাগান দুর্দান্ত দল। দেশি-বিদেশি ফুটবলাররা প্রত্যেকেই ভাল। তাছাড়া দলটা একসঙ্গে দীর্ঘদিন খেলছে। তাই নিজেদের দ্রুত গুছিয়ে নিতে পেরেছে। সেখানে আমরা শূন্য থেকে শুরু করছি। দলের বেশিরভাগ ফুটবলারই নতুন। তাই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের গুছিয়ে নিতে হবে। ডুরান্ডে যে ২৬ জনের দল নথিভুক্ত করেছে ইস্টবেঙ্গল, তাতে নাম রয়েছে ৬ বিদেশির। তবে এঁদের মধ্যে মাত্র তিনজন—সাউল ক্রেসপো, জেভিয়ার সিভেরিও এবং বোরহা হেরেরা প্র্যাকটিস শুরু করেছেন। রবিবারের ম্যাচে এই তিন স্প্যানিশকে খেলানো হবে কি না, তা এদিন স্পষ্ট করেননি কুয়াদ্রাদ। বাকি তিন বিদেশির মধ্যে ক্লেটন সিলভার ভিসা জট সবে কেটেছে। এদিকে, শনিবারই নতুন দুই বিদেশি ডিফেন্ডারের নাম জানিয়ে দিল ইস্টবেঙ্গল (East Bengal vs Bangladesh Army)। এঁরা হলেন অস্ট্রেলিয়ার জর্ডান এলসে এবং স্পেনের হোসে আন্তোনিও পারদো।

আরও পড়ুন- ড্রয়েও শীর্ষে ডায়মন্ড হারবার

Latest article