বল পড়ার আগেই স্পিনের দামামা, হায়দরাবাদে আজ শুরু ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট

Must read

হায়দরাবাদ, ২৪ জানুয়ারি : স্পিনার্স ড্রিম, ব্যাটার্স নাইটমেয়ার! উপলের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বল পড়ার আগে এমন সব কথাবার্তা লোকমুখে ঘুরছে।
কেউ কিন্তু এখনও জানে না যে বল সত্যিই এখানে একহাত ঘুরবে কি না। তবে হায়দরাবাদের উইকেট বরাবর স্পিনারদের পাশে থাকে। আর সেটা থেকে ভাবছে এবারও ঘূর্ণি উইকেটই হবে। বৃহস্পতিবার থেকে ভারত-ইংল্যান্ড (India- England) প্রথম টেস্ট। আর টেস্টের আগেরদিন যতরকমের চর্চা হওয়ার, সেটা হল উইকেট নিয়ে।
আর তাতে ইন্ধন জোগাল ইংল্যান্ডের (India- England) দল নির্বাচন। এক সিমার, তিন স্পিনারে খেলতে নামছে তারা। একমাত্র সিমার মার্ক উড। তিন স্পিনার রেহান আমেদ, টম হার্টলে ও জ্যাক লিচ। এর অর্থ, বর্ষীয়ান পেসার জিমি অ্যান্ডারসনকে দলের বাইরে রেখেছে টিম ম্যানেজমেন্ট।
এর মধ্যে আবার ২০ বছরের শোয়েব বশিরের ভিসা না পাওয়া নিয়ে ইংল্যান্ড শিবির থেকে বেশ উত্তাপের আঁচ আসছে। পাক বংশোদ্ভূত এই স্পিনার ভিসা-বিভ্রাটে প্রথম টেস্টের বাইরে চলে গিয়েছেন। পরিস্থিতি এমন হল যে প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে রোহিতকে এই প্রশ্নের সামনে পড়তে হল। তিনি বলে দিলেন, আমি কী করে বলব? আমি তো আর ভিসা অফিসে বসি না।

আরও পড়ুন- ৩০ জানুয়ারি থেকে দেওয়া হবে অ্যাডমিট

ভারত ইংল্যান্ডের মতো টেস্টের আগেরদিন দল ঘোষণা করেনি। দুই সিমার বুমরা ও সিরাজের দলে থাকা নিশ্চিত। যেমন দুই স্পিনার অশ্বিন ও জাদেজা। তৃতীয় স্পিনার হিসাবে লড়াই অক্ষর ও কুলদীপের মধ্যে। তবে অক্ষর আগের সিরিজে অসাধারণ বোলিং করায় ইংল্যান্ড শিবিরে তাঁকে নিয়ে অস্বস্তি রয়েছে।
এমনিতে উইকেটের প্রাথমিক পর্যবেক্ষণে এমন মনে হচ্ছে না যে এখানে প্রথমদিন থেকেই বল বনবন করে ঘুরবে। তাই ভারত যদি দুই সিমারে খেলে তাহলে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে অনেকের মনে হচ্ছে। কিন্তু ইংল্যান্ডের শুধু উডকে নিয়ে খেলা অবাক লাগছে অনেকের। তবে বেন স্টোকস বল করলে অন্য কথা।
তবে তিন স্পিনারের সঙ্গে পার্টটাইম স্পিনার জো রুটকে ধরলে ব্যাপারটা দাঁড়াচ্ছে চার স্পিনারে।
ইংল্যান্ড কোচ ব্রেন্ডন ম্যাকালাম উইকেট দেখার সময় পাশে নিয়েছিলেন দীনেশ কার্তিককে। যিনি আবুধাবি থেকে ইংল্যান্ড দলের সঙ্গে পরামর্শদাতা হিসাবে রয়েছেন। এই সিরিজে কার্তিকের পরামর্শ কাজে লাগাতে চাইছে ইংল্যান্ড। যেহেতু হায়দরাবাদ-সহ সবক’টি ভেনুতেই অনেক ম্যাচ খেলেছেন তিনি।
গত ১২ বছরে ভারত ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি। তবে ২০১২-তে শেষবার অ্যালিস্টার কুকের ইংল্যান্ড হারিয়ে গিয়েছিল ভারতকে। রোহিত শর্মা অবশ্য এদিন বলে দিয়েছেন, তাঁরা অপরাজেয় দল নয়। আর কোনও গ্যারান্টি নেই যে তাঁরা এই সিরিজেও বিজয়ী হবেন।
বিরাট কোহলির জায়গায় রজত
পাতিদার দলে এলেও প্রথম এগারোয় তিনি থাকবেন কি না সন্দেহ। বরং প্রথম দুই টেস্টে বিরাট না থাকায় প্রথম এগারোয় থাকা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে শ্রেয়স আইয়ারের। দক্ষিণ আফ্রিকায় খুব খারাপ কেটেছে মুম্বই ব্যাটারের।

Latest article