আজ রানির শেষকৃত্য

Must read

লন্ডন : ব্রিটিশ রাজপরিবরারে সবচেয়ে বেশি দিন সিংহাসনে ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II Funeral)। আজ, সোমবার রানির (Queen Elizabeth II Funeral) শেষকৃত্য। ওয়েস্ট মিনস্টার হলে শায়িত রানিকে শেষবিদায় জানাবে পরিবার। থাকছেন দেশ-বিদেশের রাষ্ট্রনেতারা। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও থাকবেন। রাষ্ট্রনেতাদের বাকিংহামে অভিনন্দন জানাবেন রাজা তৃতীয় চার্লস। দশ দিন ধরে ছিল রাষ্ট্রীয় শোক। সোমবার রানিকে শ্রদ্ধা জানাতে ব্রিটেনের কোনও থিয়েটার, স্কুল, দোকান ও সুপারমার্কেট, ব্যাঙ্ক, বিভিন্ন সরকারি দফতর বন্ধ থাকবে। তবে রাষ্ট্রীয় শোকের সময় আবহাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন ব্রিটেনবাসী। ওয়েস্ট মিনস্টার অ্যাবে থেকে রানির দেহ আজ আসবে লন্ডনের ওয়েলিংটন চার্চে। সেখান থেকে উইন্ডসর দুর্গে। স্বামী ফিলিপের কবরের পাশের শায়িত হবেন রানিও। রানির চার সন্তান, রাজা তৃতীয় চার্লস, প্রিন্সেস অ্যান, প্রিন্স অ্যান্ড্রু ও অ্যাডওয়ার্ড। আট নাতি-নাতনি।

আরও পড়ুন-রাজদণ্ডের হিরে ফেরত চাইছে দক্ষিণ আফ্রিকা

Latest article