ইউক্রেনের বাঙ্কারে তেষ্টা মেটাচ্ছে শৌচাগারের জল

Must read

সংবাদদাতা : প্রতি মুহূর্তে মৃত্যুভয়। পয়সা ফুরিয়ে এসেছে। না আছে থাকার জায়গা, না খাবার বা জল। প্রচণ্ড ঠান্ডায় অনেকে বাইরে খোলা আকাশের নিচেও দিন কাটাচ্ছেন। এই অবস্থায় ইউক্রেনে (Ukraine) আটকে পড়া বহু ভারতীয় পড়ুয়া দিন কাটাচ্ছেন। মঙ্গলবার খারকিভে এক ভারতীয় ছাত্রের মৃত্যু ঘটেছে খাবার কিনতে গিয়ে। তাতে এ দেশে সন্তানদের নিয়ে চরম দুশ্চিন্তায় বাবা-মায়েরা। কত স্বপ্ন নিয়ে, জমানো পুঁজি শেষ করে ছেলেমেয়েদের বিদেশ পাঠিয়েছিলেন ডাক্তারি পড়াতে। তাদের যে এমন ভয়ঙ্কর বিপদে পড়তে হবে তাঁরা স্বপ্নেও ভাবেননি। খারকিভের বাঙ্কারে আশ্রয় নেওয়া এক ছাত্রের ভিডিওবার্তায় উঠে এসেছে সেখানকার (Ukraine) নারকীয় ছবি। বছর কুড়ির রূপম মণ্ডল এই রাজ্যেরই ঝাড়গ্রামের ছেলে। ভিডিওবার্তায় জানিয়েছেন, খাবার শেষ। হাতে টাকা নেই। জলও খেতে হচ্ছে প্রতিটি চুমুক মেপে। কখনও বাধ্য হয়ে শৌচালয়ের জলও পান করতে হচ্ছে।

Latest article