ডুয়ার্স জুড়ে পর্যটকের ঢল, খুশি পর্যটন ব্যবসায়ীরা

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে গতি এসেছে পর্যটন শিল্পে। ডুয়ার্সের (Doors) পর্যটনকেন্দ্রগুলিকে নতুন রূপে সাজিয়ে তোলা হয়েছে। এই কারণেই উৎসবের মরশুমে ঢল নেমেছে পর্যটকদের। আর তাতেই খুশি পর্যটন ব্যবসায়ীরা। রবিবার বড়দিনের সকালে জলদাপাড়া জাতীয় উদ্যানের গেটে জঙ্গলে জিপ সাফারি করতে ভিড় জমান বাইরে থেকে আসা পর্যটকরা। পর্যটকদের এই ভিড়ে খুশি জিপসি চালক থেকে শুরু করে স্থানীয় পর্যটন ব্যাবসায়ীরা (Doors)। তাঁদের বক্তব্য, অনেকদিন পর এমন ভিড় লক্ষ করা গেল জলদাপাড়ায়। এমনিতেই এখন ভরা পর্যটনের মরশুম, কিন্তু রবিবার থেকে বড়দিনের ছুটি শুরু হওয়ায় ইংরেজি নতুন বছরের প্রথম সপ্তাহ পর্যন্ত রেকর্ড ভিড়ের আশা করছেন পর্যটন ব্যবসায়ীরা। মাদারিহাটের পর্যটন ব্যাবসায়ী বিশ্বজিৎ সাহা বলেন, এই মুহূর্তে যথেষ্ট ভাল ভিড় আছে পর্যটকদের। দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ডুয়ার্স বেড়াতে আসে। আশপাশের মানুষজন ফাঁসখাওয়া, পোরো, ধুমপাড়া, তিস্তা, ছেকামারি, সিকিয়াঝোরায় পিকনিক করতে আসে। এক কথায় বলতে গেলে, প্রায় দু’বছর পর মানুষ প্রাণ খুলে আনন্দে মেতে উঠল বড়দিনকে ঘিরে।

আরও পড়ুন-জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য দফতর

Latest article