দুর্গোৎসবে মানুষের পাশে তৃণমূল, নেই বিজেপি

তৃণমূল নেতা-কর্মীরা নিজের ক্লাব বা আবাসনের পুজো সামলে এলাকার বিভিন্ন পুজো মণ্ডপের খোঁজ-খবর তো রাখলেনই, এর সাথে মানুষের সাহায্যেও এগিয়ে এলেন

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: প্রতিনিয়ত যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা মানুষের পাশে থাকে তার অন্যথা হল না দুর্গাপুজোতেও। তৃণমূল নেতা-কর্মীরা নিজের ক্লাব বা আবাসনের পুজো সামলে এলাকার বিভিন্ন পুজো মণ্ডপের খোঁজ-খবর তো রাখলেনই, এর সাথে মানুষের সাহায্যেও এগিয়ে এলেন।

আরও পড়ুন-ধরনা মঞ্চে বিজেপি নেতারা যেতেই তোপ দাগল তৃণমূল

বিভিন্ন জায়গায় পুজো উপলক্ষে দুঃস্থ মানুষদের মধ্যে বস্ত্রদান করলেন জেলা তৃণমূল সভাপতি প্রকাশ চিকবাড়াইক, জেলা তৃণমূলের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, এসজেডি-এর চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী-সহ অনেকেই। কোথাও কোথাও পুলিশের পাশাপাশি তৃণমূলের নেতাদেরও দেখা গেছে ভিড় সামলাতে। এমনকী যানজট নিরসনে ট্রাফিক পুলিশের সহায়তা করতে পথে নেমেছে তৃণমূলের যুব ও ছাত্রশক্তি। দীর্ঘ করোনাকাল কাটিয়ে মানুষ এবার প্রবল উৎসাহে পথে নেমেছে পুজোর আনন্দ উপভোগ করতে, সেই আনন্দ যেন ভরপুর ভাবে সাধারণ মানুষ করতে পারে তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জেলার তৃণমূল নেতা ও কর্মীরা। কিন্তু এই উৎসবের দিনগুলিতেও বিজেপি কিন্তু একেবারে বেপত্তা।

আরও পড়ুন-বিসর্জনে কড়া নিরাপত্তা টাকিতে

জেলার কোথাও দেখা যায়নি তাদের। বিজেপি নেতারা অনেকেই পুজোর ছুটি কাটাতে জেলা বা রাজ্যের বাইরে গিয়েছেন ঘুরতে। এবং পুজো দেখতে বেরিয়ে সাধারণ মানুষ কিন্তু বিজেপি নেতাদের এই ভূমিকার সমালোচনা করেছেন প্রবল ভাবে। এই প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি প্রকাশ চিকবাড়াইক বলেন, আমরা দিদির নির্দেশে সবসময় মানুষের পাশে থাকি, বিজেপি তো শুধু ভোট এলেই দেখা দেয়। তা-ছাড়াও মানুষ ওদের কাছে কিছু প্রত্যাশাও করে না। মানুষ যে কোনও প্রয়োজনে আমাদেরই ডাকে, কারণ আমরা সব সময় মানুষের পাশে থাকি।

Latest article