কম দামে সবজি এবার মিলবে সুফল বাংলায়

টাস্কফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম এবং বিক্রয়মূল্যের মধ্যে এত পার্থক্য কেন সে ব্যাপারে তাঁরা খোঁজ-খবর করেন

Must read

প্রতিবেদন : শাক-সবজির অস্বাভাবিক বাজারদর নিয়ন্ত্রণে রাজ্য সরকারের গঠিত টাস্কফোর্স আজ শহরের বিভিন্ন বাজারে হানা দিয়েছে। সকালে রাজ্যের গড়া টাস্কফোর্সের একটি দল অভিযান শুরু করে বিধাননগর থেকে। বিধাননগরের এবিএসই মার্কেটে যৌথভাবে হানা দেয় টাস্কফোর্স ও বিধাননগর পুলিশের একটি দল। টাস্কফোর্সের সদস্যরা সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। সবজির কেনা দাম এবং বিক্রয়মূল্যের মধ্যে এত পার্থক্য কেন সে ব্যাপারে তাঁরা খোঁজ-খবর করেন।

আরও পড়ুন-হিংসার জন্য সোশ্যাল মিডিয়াকেই দায়ী করলেন ম্যাক্রোঁ

বেশি লাভ করার জন্য অতিরিক্ত দামে সবজি বিক্রি না করার জন্য বিক্রেতাদের নির্দেশ দেওয়া হয়েছে। এর পর বিডি মার্কেট-সহ শহরের আরও বেশ কয়েকটি বাজার পরিদর্শন করে এই টাস্কফোর্স। এদিন তৃণমূলের তরফেও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচি হয় যদুবাবুর বাজারে। টাস্কফোর্সের অভিযানের পাশাপাশি, দ্রব্যমূল্য থেকে মানুষকে কিছুটা রেহাই দিতে সুফল বাংলার স্টলে ন্যায্যমূল্যে সবজি বিক্রিরও উদ্যোগ নেওয়া হয়েছে। টম্যাটো, করলা, পটল, বেগুন, ঢেঁড়সের মতো আনাজ সুফল বাংলা বিপণিতে অন্তত ২০-২৫ শতাংশ কম দামে বিক্রি করা হচ্ছে। খুচরো বাজারে টম্যাটোর দাম কেজি প্রতি ৯৯ টাকা। সুফল বাংলায় তা পাওয়া যাবে ৮৯ টাকায়। বাজারে কিলো-প্রতি ৭৮ টাকায় বিক্রি হচ্ছে করলা। সুফল বাংলায় পাওয়া যাবে কেজি-প্রতি ৬৫ টাকায়। বেগুন মিলবে ৭০ টাকায়। পটল কেজি-প্রতি ২৩ টাকা, ঢেঁড়স ৪৫ টাকায়।

Latest article