অনলাইনে আর্থিক হিসাব পেশ করা যাবে সারা বছরই

রাজনৈতিক দলগুলিকে এই আর্থিক হিসাব রাজ্যের নির্বাচন কমিশনের কাছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের কাছে জমা দিতে হবে।

Must read

প্রতিবেদন : দেশের রাজনৈতিক দলগুলি এবার অনলাইনেই তাদের সারাবছরের আর্থিক হিসাবপত্র নির্বাচন কমিশনে জমা দিতে পারবে। বিজ্ঞপ্তি অনুযায়ী তিন ধরনের রিপোর্ট দাখিলের জন্য একটি ওয়েব পোর্টাল খুলেছে নির্বাচন কমিশন। ওই ওয়েব পোর্টাল রাজনৈতিক দলগুলি তাঁদের আর্থিক অবদানের রিপোর্ট, নিরীক্ষিত বার্ষিক হিসাব এবং নির্বাচনী ব্যয়ের বিবরণ কমিশনে জমা দিতে পারবে।

আরও পড়ুন-কম দামে সবজি এবার মিলবে সুফল বাংলায়

কমিশনের দাবি, সরাসরি রিপোর্ট জমা দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা আছে। সেগুলি এড়াতেই এই সিদ্ধান্ত। পাশাপাশি সময়মত আর্থিক রিপোর্ট পেশ করা যাবে। এই ওয়েব পোর্টালের মাধ্যমে রাজনৈতিক দলগুলি সহজেই এবং নিজেদের সুবিধামতো তাদের হিসাব পেশ করতে পারবে। কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এই অন-লাইন পোর্টালের ব্যবহার সম্বন্ধে রাজনৈতিক দলগুলিকে বিস্তারিত জানানো হবে। একই সঙ্গে রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের হাতে-কলমে প্রশিক্ষণও দেওয়া হবে। রাজনৈতিক দলগুলিকে এই আর্থিক হিসাব রাজ্যের নির্বাচন কমিশনের কাছে এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান নির্বাচনী আধিকারিকদের কাছে জমা দিতে হবে।

Latest article