কোর্টে ভর্ৎসনা বিশ্বভারতীর

কর্মসমিতির বৈঠকে ২১ সালের ১৪ অগাস্ট এই রিপোর্ট জমা পড়ার তিনমাস পর ফের কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তে মানসী সাঁতরার শাস্তি হয়

Must read

সংবাদদাতা, বোলপুর : সোমবার কলকাতা হাইকোর্টে ভৎসিত হল বিশ্বভারতী। কোভিড কালে যখন বিশ্ববিদ্যালয় বন্ধ, তখন শাস্তি কোন যুক্তিতে? সওয়াল জবাবে এমন প্রশ্ন উঠেছে বিচারপতি কৌশিক চন্দের এজলাসে। ২০১২ সালের ৩ জুলাই থেকে সেমি প্রফেশনাল অ্যাসিস্ট‍্যান্ট হিসেবে কেন্দ্রীয় গ্রন্থাগারে কর্মরত ছিলেন মানসী সাঁতরা।

আরও পড়ুন-হাওড়ার সৌন্দর্যায়নে ৯০ লাখ

কোভিডের সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকলেও অফিশিয়াল কাজ চলছিল। সেই সময় মানসী সাঁতরার বিরুদ্ধে অভিযোগ ওঠে বিনা অনুমতিতে ছুটি নেওয়ায় অভ‍্যস্ত থাকার, অফিসের নিয়ম না মানার এবং কর্তব্যে অবহেলায় অভ‍্যস্ত থাকার। তার প্রেক্ষিতে তদন্তকারী অফিসার একটি রিপোর্ট জমা দেন। কর্মসমিতির বৈঠকে ২১ সালের ১৪ অগাস্ট এই রিপোর্ট জমা পড়ার তিনমাস পর ফের কর্মসমিতির বৈঠকের সিদ্ধান্তে মানসী সাঁতরার শাস্তি হয়।

Latest article