হাওড়ার সৌন্দর্যায়নে ৯০ লাখ

বেশ কিছুদিন ধরে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে শহরের অনেকগুলি উদ্যানই বেহাল হয়ে গিয়েছিল। আগাছায় ভরে গিয়েছে অনেক উদ্যানই।

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া শহরের সৌন্দর্যায়নের লক্ষ্যে কর্পোরেশনকে ৯০ লক্ষ টাকা দিল রাজ্য সরকার। এই টাকায় হাওড়া পুর এলাকার প্রতিটি পার্কের আমূল সংস্কার করা হবে। সেই সঙ্গে প্রয়াত প্রবাদপ্রতিম কমিকস-শিল্পী, হাওড়ার বাসিন্দা নারায়ণ দেবনাথের নামেও এর মধ্যে একটি পার্কের নামকরণ করা হবে। যেখানে কিংবদন্তি এই শিল্পীর সৃষ্ট বাঁটুল, হাঁদা-ভোঁদার মতো কমিক চরিত্রগুলিকেও ফুটিয়ে তোলা হবে। হাওড়া কর্পোরেশন সূত্রে জানা গেছে, শহরে এই মুহূর্তে ৪৯টি পার্ক ও উদ্যান রয়েছে। রাজ্য সরকারের দেওয়া ওই ৯০ লক্ষ টাকায় ৪৯টি পার্কেরই আমূল সংস্কার করা হবে।

আরও পড়ুন-তৃণমূল হয়ে শিক্ষিকা স্ত্রীর বদলি করেছেন সুকান্ত

বেশ কিছুদিন ধরে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে শহরের অনেকগুলি উদ্যানই বেহাল হয়ে গিয়েছিল। আগাছায় ভরে গিয়েছে অনেক উদ্যানই। পার্ক ও উদ্যানগুলির হাল ফেরাতে উদ্যোগী হয় হাওড়া কর্পোরেশন। এই ব্যাপারে রাজ্য সরকারের কাছে আর্থিক সহায়তা চাওয়া হয়। অবশেষে রাজ্য সরকারের তরফে পার্ক ও উদ্যানগুলির সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য ৯০ লাখ টাকা হাওড়া পুরনিগমকে দেওয়া হল। এই টাকায় শহরের ৪৯টি পার্কেরই আমূল সংস্কার করে সৌন্দর্যায়ন করা হবে। হাওড়া কর্পোরেশনের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘প্রতিটি পার্কেরই আমূল সংস্কার করা হবে। সৌন্দর্যায়ন ঘটিয়ে এগুলি রক্ষণাবেক্ষণের জন্য কর্মীদের রাখা হবে।

আরও পড়ুন-অন্তঃকর্ণ প্রতিস্থাপন ১০০ শিশুর

রক্ষণাবেক্ষণের কাজে নিযুক্ত কর্মীরা ঠিকঠাক কাজ করছে কি না তাও দেখা হবে।’’ এই ব্যাপারে কর্পোরেশনের পার্ক ও উদ্যান দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে কীভাবে কাজ কাজ করা হবে তার একটি রূপরেখাও তৈরি করেন ডাঃ সুজয় চক্রবর্তী। শীঘ্রই এই ব্যাপারে কর্পোরেশনের তরফে কাজ শুরু হবে বলে জানা গেছে।

Latest article