কবে শিখবে বিরাটরা! স্লেজিং নিয়ে বেয়ারস্টো

এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে স্লেজিং করেছিলেন বিরাট কোহলি। জনির পাল্টা স্লেজিংয়ে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি।

Must read

বার্মিংহাম, ৯ জুলাই : এজবাস্টন টেস্টে ইংল্যান্ডের জনি বেয়ারস্টোকে স্লেজিং করেছিলেন বিরাট কোহলি। জনির পাল্টা স্লেজিংয়ে উত্তপ্ত হয়েছিল পরিস্থিতি। ভারতীয় শিবিরের দাবি ছিল, বেয়ারস্টো বেশি কথা বলছিল। স্লিপে ফিল্ডিং করার সময় বিরাট এগিয়ে এসে তাঁকে বলেন, ‘মুখ বন্ধ রেখে ব্যাটিংয়ে মন দাও’। এমনকী মাঠের দুই আম্পায়ারকে হস্তক্ষেপ করে পরিস্থিতি শান্ত করতে হয়। টেস্ট শেষ হওয়ার তিন দিন পর ইংল্যান্ডের তারকা পেসার জেমস অ্যান্ডারসন ফাঁস করেছেন নতুন এক তথ্য।

আরও পড়ুন-বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ, অভিযোগ সিন্ডিকেট রাজের, সিপিএমে ধস, দলত্যাগী ছয় নেতা

জিমি জানিয়েছেন, লাঞ্চের সময় ড্রেসিংরুমে ফিরে বিরক্তি প্রকাশ করেছিলেন বেয়ারস্টো। অ্যান্ডারসন বলেছেন, ‘‘লাঞ্চে ড্রেসিংরুমে ফিরে জনির প্রথম কথাই ছিল, এগুলো বন্ধ করতে কবে শিখবে ওরা?’’ এর পর ইংরেজ পেসারের সংযোজন, ‘‘উত্ত্যক্ত করলেও কেউ যদি ভুল রাস্তায় যেতে না চায়, সে হল জনি বেয়ারস্টো। তাই ওকে প্ররোচিত করে লাভ নেই।’’ অ্যান্ডারসন আরও একটি তথ্য ফাঁস করেছেন। বলেছেন, ‘‘জনি তখন ৮০ নট আউট। বিরাট ওর কাছে গিয়ে প্রচুর স্লেজিং করে। আপনারা কি জনির স্ট্রাইক রেটের পার্থক্যটা দেখেছেন? বিরাট স্লেজিং শুরু করার আগে ওর স্ট্রাইক রেট ছিল ২০-র মতো, আর স্লেজিংয়ের পর ১৫০। বেয়ারস্টো তাঁর দুর্দান্ত ফর্মের জন্য নতুন কোচ ব্রেন্ডন ম্যাকালামকে কৃতিত্ব দিচ্ছেন। বলেছেন, ‘‘বাজ (ম্যাকালাম) আমাদের পূর্ণ স্বাধীনতা এবং স্বচ্ছ ধারণা দিচ্ছে। বাজের সঙ্গে কাজ করার একটা উত্তেজনা আমরা অনুভব করছি। তাছাড়া এখন আমরা বায়ো বাবলের মধ্যে নেই। সব সময় হোটেলের ঘরে থাকতে হচ্ছে না। প্রতিদিন কোভিড পরীক্ষা করাচ্ছি। শপিং করছি, বিয়ার কিনতে যাচ্ছি, পরিবার, বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছি। এই স্বাধীনতাটাই পড়ছে আমাদের পারফরম্যান্সে।’’

Latest article