বৃদ্ধতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ, অভিযোগ সিন্ডিকেট রাজের, সিপিএমে ধস, দলত্যাগী ছয় নেতা

বিজেপির পাশাপাশি সিপিএমও ক্রমশ জনবিচ্ছিন্ন। তার ওপর যেটুকু টিমটিম করে দল চলছিল, তাও ভেঙে ছত্রখান হয়ে যাচ্ছে।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : বিজেপির পাশাপাশি সিপিএমও ক্রমশ জনবিচ্ছিন্ন। তার ওপর যেটুকু টিমটিম করে দল চলছিল, তাও ভেঙে ছত্রখান হয়ে যাচ্ছে। শিলিগুড়িতে অশোক ভট্টাচার্যের সিন্ডিকেটের বিরোধিতা করে সিপিএম দল ছাড়লেন একসঙ্গে ছজন। আশঙ্কা অনেক আগে থেকেই ছিল। সিপিএমের দার্জিলিং জেলা কমিটিতে যে দলীয় তরজা চলছিল, তা আগেই প্রকাশ পেয়েছে।

আরও পড়ুন-নিমগ্ন সাধনার নান্দনিক উচ্চারণ

২৬ মে শিলিগুড়িতে সিপিএমের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সামনেই ক্ষোভ প্রকাশ করেছিলেন বহু জেলা কমিটির সদস্য। সেদিন জেলা কমিটি থেকে পদত্যাগ করেছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা পার্থ মৈত্র। কয়েকদিন আগে অশোক ভট্টাচার্যকে রাজ্য কমিটির আমন্ত্রিত সদস্য করায় ফের ক্ষোভের সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে। যেখানে অশোকের অবসর নেওয়ার কথা, সেখানে তাঁকে সামনে রেখে দলকে এগিয়ে নিয়ে যেতে চাইছে রাজ্য নেতৃত্ব। যা মানতে পারছেন না জেলা কমিটির অনেক সদস্য।

আরও পড়ুন-মায়া লেগে আছে অক্ষরে অক্ষরে

তার জেরেই একসঙ্গে ছজন দল ছাড়লেন। শনিবার জেলা কমিটির বৈঠক ছিল। বৈঠকে জেলা সম্পাদক সমন পাঠক, জীবেশ সরকার, অশোক ভট্টাচার্য প্রমুখ ছিলেন। আগের মতো এদিনও ক্ষোভ প্রকাশ করে পার্থ মৈত্র, জ্যোতি দে সরকার, উজ্জ্বল ঘোষ, বিপুল ঘোষ, বিজয় চৌধুরি ও অরিজিৎ গাঙ্গুলি দল ছাড়লেন। পার্থ মৈত্র বলেন, দলের জেলা কমিটি বা নেতৃত্বরা একটা সিন্ডিকেট তৈরি করে দল চালাচ্ছে। ফলে নিচুতলার কর্মীরা পার্টির কমরেডদের প্রতি আস্থা হারাচ্ছেন। তাঁর সরাসরি অভিযোগ, সিপিএম পার্টিতে এখন ইয়েস ম্যানের রাজনীতি চলছে। এ যদি বন্ধ না হয় তবে নামেই কমিউনিস্ট পার্টি থাকবে।

Latest article