কোথায় গেল ৩ হাজার কোটি টাকা ফেরতের গ্যারান্টি? সংকল্পপত্র নয়, বলুক জুমলা-পত্র

বিজেপির ইস্তাহারই প্রমাণ করে দিল মোদি কি গ্যারান্টি জিরো গ্যারান্টি। কোথায় গেল ৩ হাজার কোটি টাকা ফেরতের গ্যারান্টি?

Must read

প্রতিবেদন : সংকল্পপত্র তো নয়, জুমলা-পত্র। বিজেপির ইস্তাহারই প্রমাণ করে দিল মোদি কি গ্যারান্টি জিরো গ্যারান্টি। কোথায় গেল ৩ হাজার কোটি টাকা ফেরতের গ্যারান্টি? ক’দিন আগেই বাংলা-সহ একাধিক রাজ্যে ফলাও করে প্রধানমন্ত্রী বলে এসেছিলেন ইডির বাজেয়াপ্ত তিন হাজার কোটি ফেরাবেন। কিন্তু ইস্তাহারে তিন হাজার কোটি ফেরানোর কোনও প্রতিশ্রুতি নেই। ফের ধরা পড়ে গেল বিজেপির জুমলা। প্রমাণ হয়ে গেল মোদির গ্যারান্টি জিরো, প্রতিশ্রুতি স্রেফ ভাঁওতা।
রবিবার বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশের পর তৃণমূল জানিয়ে দিল, বিজেপি তাদের এই ইস্তাহারকে সংকল্পপত্র না বলে জুমলা-পত্র বলতে পারত। কিংবা মোদি কি গ্যারান্টি জিরো গ্যারান্টিও বলতে পারত। এদিন সাংবাদিক বৈঠকে মন্ত্রী ডাঃ শশী পাঁজা বলেন, সংকল্প মানে প্রতিশ্রুতি। কিন্তু বিজেপির সংকল্প মানে জুমলা। ১০ বছরে কোনও প্রতিশ্রুতিই পূরণ করেনি মোদি সরকার। অসম্পূর্ণ প্রতিশ্রুতি অর্থাৎ যা পূরণ হয়নি সেগুলি নিয়ে কী বলবে বিজেপি? কী বলবেন প্রধানমন্ত্রী? তাঁর গ্যারান্টি তো চূড়ান্ত অসফল। ১৪টি গ্যারান্টি দিয়েছেন মোদিজি। ১৪টিরই বিরোধিতা করতে পারি আমরা। বিজেপির ইস্তাহারে নারীশক্তির কথা বলা হয়েছে। আর বাস্তবে দেখা যাচ্ছে বিজেপির এমএলএ বা সাংসদরা নারীদের সম্ভ্রম নিয়ে ছিনিমিনি খেলছেন। নারীদের সম্মান নেই তাঁদের কাছে। বিজেপি তো ধর্ষণকারীদেরই মালা পরিয়ে বরণ করে নেয়! আর প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে লড়বেন বলছেন। বলছেন, দুর্নীতিবাজদের জেলে ভরবেন। কিন্তু আপনারা তো দুর্নীতিবাজদেরই দলে অন্তর্ভুক্ত করছেন। বিজেপি যাদের দুর্নীতিগ্রস্ত বলত, তাদেরকে পার্টিতে বরণ করে নেওয়া হয়েছে। দুর্নীতির স্ট্যাম্প আপনারা যাদের গায়ে সেঁটে দিয়েছিলেন, সেই নারায়ণ রানে, অজিত পাওয়ার, শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্বশর্মারাই আজ আপনার পার্টি ধ্বজাধারী। আপনি দুর্নীতিগ্রস্তদের নিয়েই চলাফেরা করেন। তাঁর সংযোজন, প্রতি বছর ২ কোটি করে চাকরি দেবেন বলেছিলেন, কোথায় সেই চাকরি? ক’টা চাকরি দিয়েছেন ১০ বছরে? ১০ বছরে ২০ কোটি চাকরি হওয়ার কথা। কেন্দ্রীয় মন্ত্রীই বলেছেন, সেটা সম্ভব হয়নি, ১ কোটি ২০ লক্ষ চাকরি হয়েছে। মোদিজি কি বেকারত্ব নিয়ে কিছু বলেছেন ওই জুমলা-পত্রে? বলেছেন, নোটবন্দি, কৃষকদের আয় দ্বিগুণ নিয়ে কোনও কথা? বুলেট ট্রেন, নমামি গঙ্গে স্কিমে তো আপনারা চূড়ান্ত ব্যর্থ। প্রধানমন্ত্রীর কেন্দ্রেই গঙ্গায় সবথেকে বেশি দূষণ! শশী পাঁজা বলেন, উজ্জ্বলা প্রকল্পে ১ কোটি ২০ লক্ষ বাড়ি গ্যাস কিনতে পারল না। তিনি কি উজ্জ্বলা যোজনার সেই ব্যর্থতার কথা বলেছেন জুমলা-পত্রে। বিজেপির ইস্তাহার আর একটা জিরো গ্যারান্টি বই কিছু নয়।

Latest article