প্রয়াত জিম্বাবোয়ে ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক

স্ট্রিক, জিম্বাবোয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে বিবেচিত, ২০০০ থেকে ২০০৪ সালের এর মধ্যে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন।

Must read

জিম্বাবোয়ে (Zimbabwe) ক্রিকেট কিংবদন্তি হিথ স্ট্রিক (Heath Streak) ক্যান্সারের (Cancer) সাথে এক সাহসী লড়াইয়ের পরে অবশেষে ৪৯ বছর বয়সে প্রয়াত হলেন।

স্ট্রিক, জিম্বাবোয়ের অন্যতম সেরা ক্রিকেটার হিসাবে বিবেচিত হয়েছেন। হিথ স্ট্রিক ২০০০ থেকে ২০০৪ সালের এর মধ্যে তার দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। তার ১২বছরের ক্যারিয়ারে তিনি ৬৫টি টেস্ট ম্যাচ এবং ১৮৯ টি ওয়ানডে খেলেছেন। এমনকি কখনও কখনও এককভাবে জিম্বাবুয়ের ক্রিকেটের মর্যাদা বজায় রেখেছেন। তিনি জিম্বাবুয়ের একমাত্র ক্রিকেটার যিনি ১০০ টেস্ট উইকেট নিয়েছেন।

আরও পড়ুন-নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ চেয়ে হাসপাতালের মেঝেয় রাত কাটালেন কমিশন-কর্ত্রী

কোলন এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরে মে মাসে স্ট্রিককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১৯৯৭ থেকে ২০২২ সালের মধ্যে স্ট্রিক জিম্বাবুয়ের সোনালী প্রজন্মের ক্রিকেটারদের অংশ ছিলেন। এক দশকেরও বেশি ক্যারিয়ারে, তিনি দুটি ফরম্যাটে মোট ৪৯৩৩ রান করেছেন এবং ৪৫৫ উইকেট দাবি করেছেন।

আরও পড়ুন-যোগীরাজ্যে দলিত খুন, মদ আনতে অস্বীকার করায় মেরে শাস্তি

তাঁর এই অকালপ্রয়ানে শোকস্তব্ধ ক্রিকেট মহল। টুইট করে শোক প্রকাশ করেছেন সতীর্থরা।

Latest article