নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার রিপোর্টে খুুশির খবর, শহরে বাড়ছে বাণিজ্যিক জায়গার চাহিদা

গত বছর ওই একই সময়ে মোট জায়গা ভাড়া দেওয়া হয়েছিল ২০ লক্ষ বর্গফুট। অর্থাৎ এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ।

Must read

প্রতিবেদন : বাণিজ্য লক্ষ্মীর আসন ক্রমশ পাকা হচ্ছে কলকাতায়। আন্তর্জাতিক সমীক্ষা বলছে, গোটা দেশের মধ্যে এই শহরেই সব থেকে বেশি বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য জায়গা নেওয়ার প্রবণতা বাড়ছে। আবাসন সংক্রান্ত আন্তর্জাতিক উপদেষ্টা সংস্থা নাইট ফ্রাঙ্ক ইন্ডিয়ার রিপোর্ট বলছে, চলতি বছরের প্রথম ৯ মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত কলকাতায় নতুন করে ২৭ লক্ষ বর্গফুট জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে বাণিজ্যিক কাজের জন্য।

আরও পড়ুন-বিহারের কংগ্রেস বিধায়কের বাড়িতে ব্যক্তির মৃতদেহ উদ্ধার

গত বছর ওই একই সময়ে মোট জায়গা ভাড়া দেওয়া হয়েছিল ২০ লক্ষ বর্গফুট। অর্থাৎ এক বছরের নিরিখে তা বেড়েছে প্রায় ৩২ শতাংশ। পাশাপাশি বাণিজ্যিক কাজে ব্যবহারের জন্য এই ৯ মাসে কলকাতায় নতুন করে জায়গা তৈরি হয়েছে ৪৩ লক্ষ বর্গফুট। এর মধ্যে শেষ ৩ মাস, অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমায় নতুন জায়গা তৈরি হয়েছে ১১ লক্ষ বর্গফুট। ওই একই সময়ে এই শহরে জায়গা ভাড়া বা লিজ দেওয়া হয়েছে ১০ লক্ষ বর্গফুট জায়গা। বাণিজ্যিক কাজে জায়গার চাহিদা বৃদ্ধি সংক্রান্ত এই রিপোর্টে কলকাতার পাশাপাশি মুম্বই, দিল্লি, চেন্নাই, হায়দরাবাদ, পুণে, বেঙ্গালুরু ও আমেদাবাদও ঠাঁই পেয়েছে। সেখানে বলা হয়েছে, এই ৮টি শহরে যে পরিমাণ জায়গা লিজ দেওয়া হয়েছে, তার ১০ শতাংশ দখলে রয়েছে কলকাতার।

আরও পড়ুন-আই লিগে আজ নামছে মহামেডান

তবে ৯ মাসের হিসেবের নিরিখে সবথেকে আগে রয়েছে মুম্বই। সেখানে লিজ দেওয়া হয়েছে ৫৩ লক্ষ বর্গফুট এলাকা। এরপর রয়েছে চেন্নাই, যেখানে নতুন করে লিজ দেওয়া হয়েছে ৫১ লক্ষ বর্গফুট এলাকা। দিল্লিতে লিজের পরিমাণ ৪৯ লক্ষ বর্গফুট। রিপোর্ট বলছে, লিজে জায়গা নেওয়ার ক্ষেত্রে কলকাতার বুকে সবথেকে আগে রয়েছে ই-কমার্স সংস্থাগুলি। ভাড়া নেওয়া জায়গার ৪৫ শতাংশ দখলে রেখেছে তারাই। এরপর রয়েছে ইঞ্জিনিয়ারিং ও ম্যানুফ্যাকচারিং সংস্থাগুলি। এরা মূলত বৈদ্যুতিন যন্ত্রপাতি বিক্রি করার জন্য বিভিন্ন এলাকায় ভাড়ায় জায়গা নিচ্ছে। সেই হার ১৫ শতাংশ। গাড়ি ও সেই সংক্রান্ত নানা পণ্যের শোরুম হিসেবে ভাড়া নেওয়া হয়েছে ৭ শতাংশ জায়গা। ভোগ্যপণ্যের শোরুমের জন্য ৬ শতাংশ জায়গা ভাড়া নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

Latest article