শান্ত রহ, তুমহারা ঘর ইডি না আযায়

বিজেপি-এজেন্সি সহচর ফাঁস হয়েই গেল সংসদে

Must read

প্রতিবেদন : মুখ ফসকে কেন্দ্রীয় মন্ত্রী সংসদে যা বললেন, তা যে বিজেপির অন্দরের কথা, আসল কথা, তা প্রমাণিত হয়ে গেল সংসদে। দিল্লি বিল নিয়ে তুমুল বিতর্ক চলাকালীন বিরোধীদের সামলাতে হিমশিম খাচ্ছে বিজেপি। হঠাৎ সকলকে টপকে কেন্দ্রীয় মন্ত্রী মীনাক্ষী লেখির (Meenakshi Lekhi) হুমকি, নইলে আপনার বাড়িতেও ইডি হানা দেবে। মীনাক্ষীর এই মন্তব্যে হতবাক সদস্যরা। পাশাপাশি এটাও স্পষ্ট হয়, সিবিআই-ইডি কোনও স্বাধীন তদন্তকারী সংস্থা নয়। বিজেপি নেতাদের কথায় চলে তদন্ত। আসলে তারা বিজেপির শাখা সংগঠন। সংসদে দাঁড়িয়ে খোদ মন্ত্রীর এরকম হুমকি-ভরা মন্তব্যের পরই কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে দেশ জুড়ে রাজনৈতিক মহলে। বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কেন্দ্রীয় সরকার এজেন্সিগুলির অপব্যবহার করে চলেছে এই অভিযোগ বিরোধী-শাসিত অবিজেপি রাজ্যগুলোর। এবার সংসদে দাঁড়িয়ে সেই অভিযোগেই কার্যত সিলমোহর দিল কেন্দ্রীয় মন্ত্রী, দাবি বিরোধী রাজনীতিবিদদের।

আরও পড়ুন- লকেটও সুবিধাভোগী, কেন তদন্ত নয়? ইডির কাছে নালিশ জানালেন কাউন্সিলর

উল্লেখ্য, বৃহস্পতিবার লোকসভায় দিল্লি পরিষেবা বিল পাশ হয়েছে। তার আগে এই বিল নিয়ে ইন্ডিয়া জোটের দলগুলি একযোগে এই বিলের বিরোধিতা করে। মীনাক্ষী লেখি যখন এই বিলের বিষয়ে আলোচনা করছিলেন, সেই সময়েও বিরোধীরা স্লোগান দিচ্ছিলেন। মীনাক্ষী লেখি (Meenakshi Lekhi) বক্তব্য রাখার সময়, এক বিরোধী সাংসদ বারবার বাধা দেওয়ায় ওই সাংসদকে উদ্দেশ্য করে বিদেশ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী মীনাক্ষী লেখি বিরোধী সাংসদদের চুপ থাকতে বলে লোকসভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘এক মিনিট শান্ত হন, না হলে ইডি আপনার বাড়িতেও আসতে পারে।’ এরপর ফের আলোচনায় ফিরে যান মীনাক্ষী লেখি। তবে, লোকসভার অন্দরে কেন্দ্রীয় মন্ত্রীর এই ধরনের মন্তব্য একেবারেই ভালভাবে নেননি বিরোধী সাংসদেরা। তৃণমূল কংগ্রেস লেখির এই মন্তব্যের নিন্দা করে বলেছে, বিজেপি-নেত্রী নির্লজ্জভাবে গণতন্ত্রের শত্রু হিসাবে তাদের আসল রঙ প্রদর্শন করছে। নির্লজ্জভাবে বিরোধী সাংসদদের সম্ভাব্য ইডি অভিযানের হুমকি দেন তিনি। ক্ষমতার এই ভয়ঙ্কর অপব্যবহারের ফলে সন্দেহ নেই যে বিজেপি ভিন্নমতকে দমন করতে এবং স্তব্ধ করতে বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, এটা কোনও মুখ ফসকে করা মন্তব্য নয়। অত্যন্ত ভেবেচিন্তে সংসদে দাঁড়িয়ে এই মন্তব্য করা হয়েছে।

Latest article