বিধান রায়কে অবমাননা বিজেপির

প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ১৪০তম জন্মদিবসের বিশেষ অনুষ্ঠানে বিধানসভায় গরহাজির বিজেপি। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক

Must read

প্রতিবেদন : প্রাক্তন মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের ১৪০তম জন্মদিবসের বিশেষ অনুষ্ঠানে বিধানসভায় গরহাজির বিজেপি। আর তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপি বিধায়কদের এই ধরণের আচরণে ক্ষুব্ধ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। ১ জুলাই বিধানচন্দ্র রায়ের জন্মদিন। আবার মৃত্যুদিনও একই তারিখে। এদিন বিধানসভায় তাঁকে শ্রদ্ধা জানাতে প্রতিবছর বিধানসভায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় বাংলার রূপকারকে।

আরও পড়ুন-উপনিষদের ফরাসি অনুবাদ করেছিলেন দারাশুকো

বিজেপি বিধায়কদের এদিন এই অনুষ্ঠানে গরহাজিরা নিয়ে স্পিকার বলেন, ‘বাংলার রূপকারের জন্মদিনেও নেই বিরোধীরা। বিধান রায়ের উচ্চতা ওঁরা বুঝতে পারছেন না। বিধান রায় আর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে এক করা ঠিক নয়। অতীতে এই ধরনের অনুষ্ঠানে বিরোধীরা থাকতেন। হয়তো শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের দিন ওঁরা থাকবেন। কিন্তু বিধান রায় বিধান রায়ই বা জ্যোতি বসু জ্যোতি বসুই। তাঁদের যে উচ্চতা তাঁর সঙ্গে কি শ্যামাপ্রসাদের তুলনা চলে? আমি রাজনীতির কথা বলছি না। শ্যামাপ্রসাদের ভূমিকা সকলেই জানেন।’ এই ঘটনা তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “বিধান চন্দ্র রায়ের মতো মানুষ সব সময় রাজনীতির উর্ধ্বে,সকলের সম্মানের পাত্র। তাঁর প্রতি বিজেপির এধরনের আচরণ দুর্ভাগ্যজনক। বাংলার মানুষ বুঝতে পারছেন বিজেপির চরিত্র।

Latest article