ভোটের পরেও রাজ্যে থাকবে কেন্দ্রীয় বাহিনী

তবে বাহিনী কোথায়, কত সংখ্যায়, কীভাবে মোতায়েন করা হবে, যৌথভাবে তা স্থির করবে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং আইজি বিএসএফ

Must read

প্রতিবেদন : পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার পরেও আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। নির্দেশ কলকাতা হাইকোর্টের। বৃহস্পতিবার প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে বাহিনী সংক্রান্ত একটি আবেদনের শুনানি হয়। ভোটের ফলপ্রকাশের পরে নির্বাচিত জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে আরও ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে নির্দেশ দেন প্রধান বিচারপতি। আদালত জানিয়েছে, এ বিষয়ে নির্দেশিকা জারি করতে হবে কেন্দ্রকে।

আরও পড়ুন-দূরবর্তী বিভিন্ন এলাকায় রওনা দিলেন ভোট কর্মীরা

তবে বাহিনী কোথায়, কত সংখ্যায়, কীভাবে মোতায়েন করা হবে, যৌথভাবে তা স্থির করবে রাজ্য নির্বাচন কমিশন, রাজ্য পুলিশ এবং আইজি বিএসএফ। পূর্ব মেদিনীপুরেও থাকছে অতিরিক্ত বাহিনী হাইকোর্টের নির্দেশে। রাজ্যের পরিস্থিতি সামগ্রিকভাবে শান্তিপূর্ণ থাকলেও পঞ্চায়েত ভোটের দুদিন আগে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনার খবর এসেছে। দক্ষিণ দিনাজপুরে তপনে সমীর বর্মন (৩৪) নামে এক তৃণমূল কর্মীর দেহ উদ্ধার করা হয়েছে। বীরভূমের মহম্মদবাজারের সারেন্ডা গ্রামে মাঠ থেকে উদ্ধার হয়েছে এক ব্যক্তির দেহ। দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে মৃত্যু হয়েছে আরও একজনের।

Latest article