কেন্দ্রের অমানবিক বুলডোজার-রাজনীতির শিকার দুর্গাপুরের একাধিক গরিব পরিবার

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : ফের কেন্দ্রের বিজেপি সরকারের (BJP Government) নির্মম বুলডোজার-রাজনীতির জঘন্য ছবি দেখল দুর্গাপুর (Durgapur)। প্রায় পাঁচ দশক ধরে বসবাসকারী ১০টিরও বেশি পরিবারকে নিষ্ঠুরভাবে বেঘর করল কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন দুর্গাপুর ইস্পাত কর্তৃপক্ষ। দুর্গাপুর (Durgapur) নগর নিগমের ১ নম্বর ওয়ার্ডের ধোবিঘাট এলাকায় দুর্গাপুর ইস্পাত কারখানার অব্যবহৃত জমিতে বাড়িঘর করে বসবাস করছিলেন প্রান্তিক পরিবারগুলি। মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ বেশ কয়েকটি বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়। কিছুদিন সময় দেওয়ার করুণ আর্জি জানালেও বিন্দুমাত্র কর্ণপাত করেনি কারখানার কর্তাব্যক্তিরা। এক যুবক গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার হুমকি দিলে তখনকার মতো উচ্ছেদ অভিযান বন্ধ করে ফিরে যান আধিকারিকরা। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কেন্দ্রের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। বিজেপির পক্ষে কর্তৃপক্ষের এই অমানবিক সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে। যদিও এই বুলডোজার-রাজনীতির বিরুদ্ধে জেলা জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। তৃণমূল নেতা বিশ্বনাথ পারিয়াল বলেন, সেইল থেকে রেল, অয়েল ইন্ডিয়া থেকে ভেল সব কিছুই বেসরকারি শিল্পপতিদের হাতে তুলে দিচ্ছে জনবিরোধী মোদি সরকার। এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াইয়ের ডাক দিয়েছেন তিনি।

আরও পড়ুন:কেন নীরব স্বরাষ্ট্রমন্ত্রী, বিএসএফের বিরুদ্ধে ফের সরব মুখ্যমন্ত্রী

Latest article