আজ তিনদিনের সফরে নদিয়া যাচ্ছেন মুখ্যমন্ত্রী

গুরুনানক ভবনের জমি এক টাকার বিনিময়ে দেবে সরকার

Must read

প্রতিবেদন : গুরুনানক ভবনের জন্য জমি প্রস্তুত রয়েছে। নিয়ম মেনে সঠিকভাবে আবেদন করলেই জমি দেবে সরকার। সোমবার শহিদ মিনার ময়দানে গুরুনানকের জন্মজয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Nadia- Mamata Banerjee)। একইসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ১ টাকায় ওই জমি দেবে সরকার। তাঁর কথায়, জমিটির বাজার মূল্য ৬ কোটি টাকা। তবে সেটা দেওয়ার বিষয়ে নির্দিষ্ট পদ্ধতি আছে। সেই পদ্ধতি মেনেই রাজ্য সরকার জমি দেবে। সেই জমিতে জনসেবামূলক কাজ, লঙ্গরখানার উল্লেখ করে আবেদন করতে হবে। আবেদনপত্র প্রথমে বোর্ডে ও পরে মন্ত্রিসভায় পাশ করাতে হবে। বহু বছর ধরেই মমতা বন্দ্যোপাধ্যায় গুরুনানকের জন্মজয়ন্তীর (Gurunanak Jayanti) অনুষ্ঠানে যোগ দেন। এবারও অনুষ্ঠানে এসে সকলের খোঁজ নেন। কুশল বিনিময় করেন।

আরও পড়ুন-নিজেদের আন্ডারডগ বলে দিলেন মইন, ভারতের বিরুদ্ধে অনিশ্চিত মালান

এদিনের অনুষ্ঠানে শিখ ধর্মগুরুদের আত্মত্যাগের কথা স্মরণ করেন মুখ্যমন্ত্রী (Nadia- Mamata Banerjee)। তাঁর কথায়, দেশের স্বাধীনতা সংগ্রামে সবার আগে পাঞ্জাব ও বাংলা রয়েছে। গুরুনানক জন্মজয়ন্তী উপলক্ষে সকলকে অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মঙ্গলবার থেকে তাঁর নদিয়া সফর থাকায় সোমবারেই অনুষ্ঠানে যোগ দিলেন তিনি। আয়োজকদের কাছে হালুয়া খাওয়ার আবদারও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে হালুয়া পাঠিয়ে দিতেও বলেন। অনুষ্ঠানস্থলে পৌঁছে প্রথমেই গুরুনানকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল-সহ অন্যরা।

আরও পড়ুন-বিজয়া সম্মিলনীতে সাংসদ শতাব্দী রায়, ২৪ পর্যন্ত অনেক কিছু হবে, শেষ হাসি হাসবেন দিদিই

Latest article