মেয়েদের টি-২০ বিশ্বকাপ শুরু আজ

রবিবার মুখোমুখি ভারত-পাকিস্তান, অধরা ট্রফি জয়েই চোখ হরমনপ্রীতদের

Must read

কেপটাউন, ৯ ফেব্রুয়ারি : শুক্রবার থেকে শুরু হচ্ছে মেয়েদের টি-২০ বিশ্বকাপ (ICC Women’s T20 World Cup)। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আয়োজক দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে শ্রীলঙ্কার। গতবারের চ্যাম্পিয়ন তথা ছ’বারের কাপজয়ী অস্ট্রেলিয়া অভিযান শুরু করছে শনিবার। তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এদিকে, হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন ভারত রবিবার ২২ গজে নামছে। হরমনপ্রীতদের সামনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান।

বিশ্বকাপের ‘বি’ গ্রুপে পাকিস্তান ছাড়াও ভারতের সঙ্গে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। মেয়েদের টি-২০ বিশ্বকাপ (ICC Women’s T20 World Cup) এখনও পর্যন্ত জিততে পারেনি ভারত। ২০২০ সালে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই এবার অধরা ট্রফিটা জিততে মরিয়া ভারতীয় মেয়েরা। হরমনপ্রীতদের প্রেরণা দিচ্ছে, সদ্য শেফালি ভার্মাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ বিশ্বকাপ জয়।

স্বপ্নপূরণে ভারতের ভরসা ব্যাটাররাই। অধিনায়ক হরমনপ্রীত, স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মা এবং জেমাইমা রডরিগেজরা কেমন ফর্মে থাকেন, তার উপর অনেকটাই নির্ভর করছে ভারতের কাপ-ভাগ্য। তবে প্রথম দুটো প্রস্তুতি ম্যাচে ভারতীয় টপ অর্ডার হতাশ করেছে। অলরাউন্ডার দীপ্তি শর্মা অবশ্য দারুণ ফর্মে। নজর কাড়ছেন পেসার রেণুকা সিংও। তিনি আবার মুখিয়ে রয়েছেন অস্ট্রেলীয় তারকা অ্যালিসা হিলিকে বল করার জন্য। রেনুকার বক্তব্য, ‘‘অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পছন্দ করি। ওদের ব্যাটারদের বিরুদ্ধে বোলিং সব সময় উপভোগ করি। বিশেষ করে, অ্যালিসা হিলি। ও দুর্দান্ত ব্যাটার। কিন্তু আমি ওকে বেশ কয়েকবার আউট করেছি।’’

আরও পড়ুন-ফের ভ্যাকসিন গেরোয় জকো

Latest article