পাঁচ গোলে জিতে নজির লিভারপুলের

Must read

প্রাগ, ৮ মার্চ : অ্যানফিল্ডে গত ন’টি মরশুমের সফরে একটা ট্রফিই শুধু জেতা হয়নি লিভারপুলের ( Liverpool) জার্মান কোচ জুরগেন ক্লপের। সেটা হল ইউরোপা লিগ। চলতি মরশুম শেষে অ্যানফিল্ড থেকে বিদায় নিতে চাওয়া ক্লপ সেই অধরা ট্রফি জয়ের পথে এগিয়ে চলেছেন। ইউরোপা লিগের শেষ ষোলোর প্রথম পর্বে চেক দল স্পার্টা প্রাহাকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ক্লপের লিভারপুল। জোড়া গোল করেছেন উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন নুনেজ।
প্রতিপক্ষের মাঠে বড় জয় পেয়ে কোয়ার্টার ফাইনালে এক পা বাড়িয়ে দিয়েছে ক্লপের দল। দুর্দান্ত জয়ের পথে ক্লপ-যুগের এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করেছে লিভারপুল ( Liverpool)। প্রিমিয়ার লিগের বর্তমান কোচদের মধ্যে এই কীর্তি শুধু আছে ম্যাঞ্চেস্টার সিটির পেপ গুয়ার্দিওলার। নুনেজের জোড়া গোলের প্রথমটি লিভারপুলে ক্লপ জমানায় হাজারতম। দলের হয়ে বাকি তিনটি গোল করেছেন ম্যাক অ্যালিস্টার, লুইস দিয়াজ ও ডমিনিক সোবোসলাই। রবিবার সিটির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ বলে মহম্মদ সালাহ, ভার্জিল ভ্যান ডাইককে প্রথম একাদশে রাখেননি ক্লপ। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামেন তাঁরা। সালাহর একটি গোল অফসাইডের জন্য বাতিল হয়। স্পার্টার নামের পাশে একটি গোলও লিভারপুলের। ৪৬ মিনিটে আত্মঘাতী গোল কনর ব্র্যাডলির।
লিভারপুলের মতো ইউরোপায় বড় জয় পেয়েছে রোমা, এসি মিলান এবং মার্সেই। রোমা ৪-০ গোলে জিতেছে ব্রাইটনের বিরুদ্ধে। মার্সেই একই ব্যবধানে হারিয়েছে ভিয়ারিয়ালকে। এসি মিলান ৪-২ জিতেছে স্লাভিয়া প্রাহার বিরুদ্ধে।

আরও পড়ুন- জনগর্জনের ব্রিগেডের সভার প্রস্তুতি তুঙ্গে

Latest article