আজ ছটপুজোয় ঘাটে মুখ্যমন্ত্রী

ধর্ম যার-যার, উৎসব সবার। নিজেরই উক্তি মেনে প্রতি বছরের মতো এবারও ছটপুজোয় শামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন : ধর্ম যার-যার, উৎসব সবার। নিজেরই উক্তি মেনে প্রতি বছরের মতো এবারও ছটপুজোয় শামিল হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার বিকেল সাড়ে ৩টেয় তক্তা ঘাট ও দই ঘাটে ছটের পুণ্যার্থীদের সঙ্গে উৎসবে শামিল হবেন তিনি।

আরও পড়ুন-দিনের কবিতা

মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় সকলে সব ধর্মকে শ্রদ্ধা করে। একে অন্যের উৎসবে শামিল হয়। দুর্গোৎসব, কালীপুজো মিটে গিয়েছে। এবার জগদ্ধাত্রী পুজো ও ছট উৎসবেও মেতে উঠবে বাংলা। সম্প্রীতির এই ছবি বাংলার চিরাচরিত ঐতিহ্য। সেই রীতি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সব উৎসবে শামিল হন। এই উৎসবের মরশুম মিটলেই সামনে বড়দিন। এই উৎসবেও গির্জায় প্রার্থনায় যান মুখ্যমন্ত্রী। সর্বধর্ম সমন্বয়ই বাংলার কৃষ্টি ও সংস্কৃতি।

Latest article