আজ জয়নগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মঙ্গলবার জয়নগরে সরকারি প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

আজ মঙ্গলবার জয়নগরে সরকারি প্রকল্পের উদ্বোধন ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জয়নগরের বহড়ু হাইস্কুলের মাঠে মুখ্যমন্ত্রীর সভা।

আরও পড়ুন-জন্মদিনে হরগোবিন্দ খোরানা

গঙ্গাসাগর থেকে সরাসরি জয়নগরের যাবেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন বাদে জয়নগরে সভা, তাই উৎসাহ তুঙ্গে৷ সোমবার গঙ্গাসাগর থেকে প্রায় ৭০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাগরমেলা ও মকরসংক্রান্তির পুণ্যস্নানের আয়োজন সরেজমিনে দেখতে ঝটিকা সফরে সোমবার গঙ্গাসাগর পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই গঙ্গা সেতু ও নামখানায় আরও একটি সেতুর উদ্বোধন করেন। এর ফলে প্রায় ৮০ হাজার মানুষ উপকৃত হবেন। গঙ্গা সেতু তৈরিতে খরচ হয়েছে ৭ কোটি ৬৬ লক্ষ টাকা। এছাড়াও গঙ্গাসাগর ও তার আশপাশের এলাকাকে নিয়ে ৪৩ কোটি ২০ লক্ষ টাকা ব্যয়ে একটি জলপ্রকল্পের উদ্বোধন করেন। যার জেরে ঘোড়ামারা-সহ একাধিক অঞ্চলের মানুষ উপকৃত হবেন। এছাড়াও সাগরে ৬১ কোটি ৫০ লক্ষ টাকার প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। গঙ্গাসাগরে আসা পুণ্যার্থী ও অন্যদের জন্য ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থাও করেছে রাজ্য সরকার।

Latest article