হংকং ফ্লু নিয়ে অযথা আতঙ্ক নয়, বলল কেন্দ্র

বসন্তের শুরু থেকেই গোটা দেশে আতঙ্ক ছড়াতে শুরু করেছে হংকং ফ্লু। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন।

Must read

প্রতিবেদন : বসন্তের শুরু থেকেই গোটা দেশে আতঙ্ক ছড়াতে শুরু করেছে হংকং ফ্লু। শিশু থেকে বৃদ্ধ সকলেই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। আক্রান্তরা প্রবল জ্বর সঙ্গে সর্দি, কাশির সমস্যায় ভুগছেন। অনেকের শ্বাসকষ্টও দেখা দিয়েছে। এই অবস্থায় হংকং ফ্লু নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই বলে জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

আরও পড়ুন-ভারতে জঙ্গল, সরকারি তথ্যে বিভ্রান্তি

এক বার্তায় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, বসন্ত ঋতুতে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ খুবই স্বাভাবিক ঘটনা। ফলে এই ইনফ্লুয়েঞ্জা নিয়ে অযথা আতঙ্কের কোনও কারণ নেই। তবে এবার যে ভাইরাসটি এই সংক্রমণ ছড়াচ্ছে সেই এইচ-৩এন-২ কিছুটা সংক্রামক। সেজন্যই মানুষ বেশি করে আক্রান্ত হচ্ছেন। সরকার গোটা পরিস্থিতির উপর নজর রাখছে এবং হংকং ফ্লু নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তাই অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। অন্যদিকে হংকং ফ্লু নিয়ে একটি নির্দেশিকা জারি করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ।

আরও পড়ুন-সাতদফা দাবি নিয়ে সংসদে অনড় তৃণমূল

আইসিএমআর তার নির্দেশিকায় বলেছে, ইনফ্লুয়েঞ্জা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনও ওষুধ খাবেন না। নিজেদের পছন্দমত অ্যান্টিবায়োটিক সেবন করা কখনওই চলবে না। আক্রান্তদের অবস্থা যদি খারাপ হয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তবে হংকং ফ্লু মোকাবিলায় ভ্যাকসিন দেওয়ার যে প্রস্তাব উঠেছিল সে বিষয়ে এখনও কেন্দ্র কিছু জানায়নি। আইসিএমআর-এর পক্ষ থেকে বলা হয়েছে, টিকাকরণ নিয়ে ভাবনা-চিন্তা চলছে। জানা গিয়েছে, চলতি মরশুমে ইনফ্লুয়েঞ্জার সংক্রমণে দেশে ছয়জনের মৃত্যু হয়েছে।

Latest article