আকাশে সব তথ্য পাবেন পাইলটরা

Must read

প্রতিবেদন : এবার এক ক্লিকেই সব তথ্য পাবেন পাইলটরা। সোমবার থেকেই শুরু হল এই পরিষেবা। ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন বা আইসিএও-র নির্দেশ অনুযায়ী বিভিন্ন বিমানবন্দরে চালু হল এই ব্যবস্থা। কলকাতা বিমানবন্দর এই অ্যারোনটিক্যাল ইনফরমেশন পাবলিকেশন বা এআইপি গ্রহণ করেছে। ফলে বিমান ওঠা-নামার সময় বা আকাশে ভাসমান থাকার সময় একজন পাইলটের প্রয়োজনীয় যাবতীয় তথ্য সবটাই পেয়ে যাবেন। বিমানবন্দরের রানওয়ের আয়তন, বিমান যে রুটে যাবে তার আবহাওয়া— এই সমস্ত কিছুই থাকবে।

আরও পড়ুন: ভারতের চেতন-প্রদীপ এখনও অনির্বাণ

Latest article