আগ্রহী ছাত্রীর দুয়ারে বিধায়ক

তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন। দলনেত্রীর নির্দেশেই ‘আপনার দুয়ারে বিধায়ক’ কর্মসূচি করি।

Must read

সংবাদদাতা, অশোকনগর : সংখ্যালঘু পরিবারের মেয়ে উচ্চশিক্ষায় আগ্রহী। অথচ পারিবারিক সামাজিক পরিস্থিতির শিকার। শনিবার রামপুর কুটির আমবাগানে ‘আপনার দুয়ারে বিধায়ক’ অনুষ্ঠানে এসে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীর সাহায্য চায়। মাঝেরপাড়ার বাসিন্দা জুলেখা ইয়াসমিন বিধায়ককে জানায় সে উচ্চশিক্ষায় বাধা পাচ্ছে।

আরও পড়ুন-মিতালিতে অব্যবস্থার যাত্রা

প্রতিবেশীরা বিয়ের জন্য জোরাজুরি করছে। সে নিজের পায়ে দাঁড়াতে চায়। বুধবার বিধায়ক নারায়ণ গোস্বামী সবরকম সাহায্যের আশ্বাস দিতে তার বাড়ি হাজির হন। বিয়ের জন্য জোরাজুরি না করা হয় সে বিষয়ে প্রতিবেশীদের অনুরোধ জানান। তিনি বলেন, মুখ্যমন্ত্রী প্রতিনিয়ত মানুষের জন্য কাজ করে চলেছেন। দলনেত্রীর নির্দেশেই ‘আপনার দুয়ারে বিধায়ক’ কর্মসূচি করি।

Latest article