যুদ্ধের অবসান চাইছেন প্রেসিডেন্ট পুতিন

Must read

“যুদ্ধের তীব্রতা বাড়ানো আমাদের লক্ষ্য নয়, আমরা চাই যুদ্ধের অবসান ঘটাতে। আমরা এই যুদ্ধ শেষ করার জন্য যত দ্রুত সক্রিয় হব ততই দু’দেশের পক্ষে ভালো।” এমনটাই জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russia-President Vladimir Putin)।

আরও পড়ুন: ভারতের প্রথম মুসলিম মহিলা ফাইটার পাইলট সানিয়া মির্জা!

কয়েকদিন আগে মার্কিন সফরে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) জানান, তিনি রাশিয়ার সঙ্গে চলমান সংঘাত শেষ করতে কোনরকম চুক্তি করবেন না। আমরা কোনওভাবেই মাথানত করতে রাজি নই। তিনি বলেন, রুশ হামলা মোকাবিলায় মার্কিন সাহায্যের দিকে আমাদের নজর রয়েছে। জেলেনস্কি মার্কিন পার্লামেন্টকে জানিয়েছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে তিনি একটি ১০ দফা শান্তি সূত্রের প্রস্তাব করেছেন। অন্যদিকে, ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, আমরা পশ্চিম-সমর্থিত ইউক্রেনে আমাদের সামরিক সক্ষমতা আরও বাড়াব। পুতিন তাঁর দেশের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বলেন, সশস্ত্র বাহিনী এবং আমাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধ ক্ষমতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিদিন আমরা এই প্রক্রিয়াটিকে এগিয়ে নিয়ে যাব।

আরও পড়ুন: জেল-মুক্ত সিরিয়াল কিলার চার্লস শোভরাজ

পুতিন (Russia-President Vladimir Putin) আরও জানান, আমাদের লক্ষ্য সশস্ত্র বাহিনীর গুণগত পুনর্নবীকরণ ও সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থার সম্পূর্ণ পরিসর বাস্তবায়ন করা। তবে ইউক্রেন যুদ্ধের জন্য শুক্রবার আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন সরাসরি পুতিনকেই কাঠগড়ায় তুলেছেন। কংগ্রেসে জেলেনস্কির বক্তৃতার আগে হোয়াইট হাউসে মুখোমুখি হয়েছিলেন দুই শীর্ষ নেতা। সেখানে বাইডেন স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আমেরিকার সমর্থন থাকবে ইউক্রেনের সঙ্গেই।

Latest article