বদলার ম্যাচে বিধ্বস্ত মেসিরা

৮৫ মিনিটে দিয়েগো গোমেজের গোলে ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেননি মায়ামি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় মেসিদের

Must read

গুয়াডালুপে, ১১ এপ্রিল : কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গেল ইন্টার মায়ামি। মেক্সিকোর ক্লাব মন্তেরির কাছে ঘরের মাঠে আয়োজিত প্রথম পর্বের ম্যাচটা লিওনেল মেসিরা হেরে গিয়েছিলেন ১-২ গোলে। ফলে সেমিফাইনালের টিকিটের জন্য ফিরতি ম্যাচটা অন্তত দু’গোলের ব্যবধানে জিততেই হত মায়ামিকে। পাশাপাশি প্রথম পর্বের হারের বদলা নেওয়ার জন্য মুখিয়ে ছিলেন মেসিরা। কিন্তু ১-৩ গোলে হেরে (দুই পর্ব মিলিটে ২-৫ ব্যবধানে) টুর্নামেন্ট থেকেই ছিটকে গেলেন। এই হারের পর, ২০২৫ সালে ক্লাব বিশ্বকাপে খেলার স্বপ্নও শেষ মায়ামির।

আরও পড়ুন-মশলা নেই, মানুষ খুব হতাশ হয়েছেন, গম্ভীর-আলিঙ্গন নিয়ে বিরাট

ম্যাচের শুরুটা বেশ ভাল করেছিলেন মেসিরা। ২৫ মিনিটে মেসির শট অল্পের জন্য বার উঁচিয়ে বেরিয়ে যায়। এর ছয় মিনিট পরই গোলকিপার ডেরেক ক্যালেন্ডারের হাস্যকর ভুলে গোল হজম করে বসে মায়ামি। সতীর্থকে পাস দিতে গিয়ে বল বিপক্ষ স্ট্রাইকার ব্র্যান্ডন ভাসকেজের পায়ে তুলে দেন ডেরেক। গোল করতে কোনও ভুল করেননি ভাসকেজ। প্রথমার্ধের ইনজুরি টাইমে মেসির পাস থেকে বল জালে জড়িয়েছিলেন লুইস সুয়ারেজ। কিন্তু অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়।

আরও পড়ুন-প্যারিসেই ৯০ মিটারের লক্ষ্যপূরণ চান নীরজ

উল্টে ৫৭ মিনিটে গেরমান বেরতেরমের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় মন্তেরি। ৬৪ মিনিটে মায়ামির কফিনে শেষ পেরেক পুঁতে দেন জেসুস গ্যালার্দো। ৮৫ মিনিটে দিয়েগো গোমেজের গোলে ব্যবধান কমালেও আর ম্যাচে ফিরতে পারেননি মায়ামি। শেষ পর্যন্ত হেরেই মাঠ ছাড়তে হয় মেসিদের। চলতি মরশুমে সময়টা মোটেই ভাল কাটছে না মার্কিন ক্লাবের।

Latest article