টি-২০ সিরিজ নয়, বিশ্বকাপ চান শাস্ত্রী

বিশ্ব জুড়ে টি-২০ ক্রিকেটের রমরমা। তবু ছোট ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ চান না ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী।

Must read

মুম্বই, ১ জুন: বিশ্ব জুড়ে টি-২০ ক্রিকেটের রমরমা। তবু ছোট ফরম্যাটের দ্বিপাক্ষিক সিরিজ চান না ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি মনে করেন, আন্তর্জাতিক টি-২০ বিশ্বকাপেই সীমাবদ্ধ থাকা উচিত। সেই সঙ্গে আইপিএলের মতো ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্টের জন্য আরও বড় উইন্ডো রাখা উচিত।
শাস্ত্রীর দাবি, দ্বিপাক্ষিক সিরিজ কেউ মনে রাখে না। তাঁর পরামর্শ, ক্রিকেটকে হাঁটতে হবে ফুটবলের রাস্তায়। যেখানে ক্লাব প্রতিযোগিতাই বেশি প্রচলিত এবং আন্তর্জাতিক ম্যাচগুলি বেশি খেলা হয় বিশ্বকাপ বা ইউরো কাপের মতো বড় টুর্নামেন্টে। শাস্ত্রী এটাও বলেছেন যে, ভবিষ্যতে বছরে দু’টো আইপিএল হতে পারে।

আরও পড়ুন-শচীনের কথায় অবসর নিইনি, দাবি শেহবাগের

শাস্ত্রীর কথায়, ‘‘টি-২০ ফরম্যাটে অনেক বেশি দ্বিপাক্ষিক সিরিজ হচ্ছে। এটা ভবিষ্যৎ নয়। ক্রিকেটকে ফুটবলের রাস্তায় যেতে হবে। টি-২০ ক্রিকেট শুধু বিশ্বকাপেই হোক। দু’বছর অন্তর ছোট ফরম্যাটে বিশ্বকাপ হোক। দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ কেউ মনে রাখে না। গত ছ’সাত বছরে আমি টি-২০ বিশ্বকাপ ছাড়া একটা ম্যাচও মনে করতে পারছি না। কিন্তু একটা দল টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলে সবাই মনে রাখবে। দুর্ভাগ্যজনক, আমরা সেটা পারিনি।’’
শাস্ত্রী যোগ করেন, ‘‘প্রত্যেকটি দেশের বোর্ড তাদের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে স্বীকৃতি দিয়েছে। তাই প্রতি দু’বছর অন্তর বিশ্বকাপ আয়োজিত হওয়া উচিত। এর বাইরে ১৪০টা ম্যাচ ভেঙে ৭০-৭০ করে বছরে দু’বার আইপিএল খেলা হোক। কারণ, টি-২০ ক্রিকেটই ভবিষ্যৎ।’’

Latest article