বন্দরে রাতেও ঢুকবে জাহাজ

রাজ্য সরকার বরাবরই বলে আসছে কলকাতা বন্দরের নাব্যতা বাড়াতে হবে। যাতে পণ্যবাহী জাহাজ চলাচলে আরও বেশি গতি আসে।

Must read

প্রতিবেদন : কলকাতা বন্দরের গুরুত্ব বাড়াতে বড়সড় উদ্যোগ নিল বন্দর কর্তৃপক্ষ। এবার থেকে রাতেও সমুদ্র থেকে কলকাতা বন্দর পর্যন্ত পণ্যবাহী যে কোনও ভেসেল যাওয়া-আসা করতে পারবে। বেশ কিছু সমস্যার কারণে এতদিন তা সম্ভব হত না। এর জন্য নতুন একটি পরিকল্পনা হাতে নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। রাতের অন্ধকারে যাতে নিরাপদে ভেসেলগুলি চলাফেরা করতে পারে তার জন্য উপগ্রহ নির্ভর নতুন একটি দিকনির্দেশক প্রযুক্তি ব্যবহার করবে বন্দর কর্তৃপক্ষ। নতুন এই প্রযুক্তির মাধ্যমে রাতের অন্ধকারেও নিরাপদে এই ১৩০ কিলোমিটার পথে ভেসেল চালানো সম্ভব হবে বলে সোমবার কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন।

আরও পড়ুন-কঠিন বর্জ্য থেকে জৈবসার তৈরি করবে কাঁথি পুরসভা

সোমবার সাংবাদিক সম্মেলনে বন্দর চেয়ারম্যান বলেন, এই পথে একাধিক বিপদসঙ্কুল বাঁক ও চড়া রয়েছে। রাতের অন্ধকারে যা দেখা যেত না। তাই এই পথে এতদিন রাতে ভেসেল চালানো ঝুঁকিপূর্ণ ছিল। কিন্তু রাতে ভেসেল চলাচল বন্ধ থাকায় পণ্য পরিবহণে এর প্রভাব পড়ছিল। এবার নতুন প্রযুক্তিতে ভেসেল চালকরা নিজেদের ল্যাপটপেই দেখে নিতে পারবেন গোটা পথ। ফলে বিপদের আশঙ্কা আর কমবে। অন্ধকার রাতেও ওই পথে নিরাপদেই ভেসেল চলাচল করতে পারবে। এর জেরে পণ্য পরিবহণে আগামী দিনে আরও গতি আসবে।

আরও পড়ুন-জেলায় জেলায় বিজেপি-আশ্রিত দুষ্কৃতীদের তাণ্ডব, পিটিয়ে খুন তৃণমূল নেতাকে

রাজ্য সরকার বরাবরই বলে আসছে কলকাতা বন্দরের নাব্যতা বাড়াতে হবে। যাতে পণ্যবাহী জাহাজ চলাচলে আরও বেশি গতি আসে। কলকাতা আগামী দিনে বাণিজ্য নগরীর পথে এগিয়ে চলেছে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন থেকে প্রচুর বিনিয়োগ আসছে এ রাজ্যে। এজন্য রাজ্য সরকার নিজস্ব উদ্যোগে তাজপুরে গভীর সমুুদ্রবন্দর তৈরি করার কাজ শুরু করেছে। এই বন্দর নির্মাণে বেসকারি সংস্থা আদানি গ্রুপ এগিয়ে এসেছে। শিল্প সম্ভাবনার নতুন সকাল বাংলার বুকে গড়ে উঠছে তার জন্যই কলকাতা বন্দরের গুরুত্ব বাড়বে। এজন্যই কলকাতা বন্দরকে ঘিরে উন্নয়নের একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয়েছে।

Latest article