এই সপ্তাহেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, থাকবে গরমও

গরমে হাঁসফাঁস করছে শহর কলকাতা। প্রায় একই অবস্থা উত্তরবঙ্গ ছাড়া বাকি রাজ্যের। রাজ্যের অধিকাংশ জুড়েই বইছে প্রবল গরম।

Must read

প্রতিবেদন : গরমে হাঁসফাঁস করছে শহর কলকাতা। প্রায় একই অবস্থা উত্তরবঙ্গ ছাড়া বাকি রাজ্যের। রাজ্যের অধিকাংশ জুড়েই বইছে প্রবল গরম। এই অবস্থায় অবশেষে স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে ঝড়বৃষ্টি শুরু হবে। হতে পারে কালবৈশাখীও।

আরও পড়ুন-বন্দরে রাতেও ঢুকবে জাহাজ

পূর্বাভাস অনুযায়ী বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় এই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে দক্ষিণবঙ্গের আরও কিছু জেলায়। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। তবে আগামী আরও কয়েকদিন রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহ জারি থাকবে।

আরও পড়ুন-কঠিন বর্জ্য থেকে জৈবসার তৈরি করবে কাঁথি পুরসভা

এই পরিস্থিতি চলবে মোটামুটি বুধবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমান এই পাঁচ জেলায় তাপপ্রবাহ চলবে। জেলাগুলিতে ৪২ থেকে ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গের প্রায় সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার ও কোচবিহারে। কোনও একটি বা দু’টি জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Latest article