মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চ ও জিটোর হোলি মহোৎসবে সুজিত বোস

হোলি (Holi) হল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আবাহন। রঙের উৎসব। হোলি শান্তি, সুখ এবং একত্রতার উদযাপন৷

Must read

হোলি (Holi) হল অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আবাহন। রঙের উৎসব। হোলি শান্তি, সুখ এবং একত্রতার উদযাপন৷ এই উপলক্ষে, বৃহত্তর কলকাতার একটি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মাড়োয়ারি সংস্কৃতি মঞ্চ এবং জৈন ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন (JITO)গতকাল সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ডে (সল্টলেক) একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল। এদিন সেখানে উপস্থিত ছিলেন শ্রী সুজিত বোস, দমকল প্রতিমন্ত্রী; শ্রী সব্যসাচী দত্ত, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের চেয়ারপার্সন সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুন-কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নিয়ে মোদিকে চিঠি মমতা সহ বিরোধীদের

হোলি মহোৎসব ২০২৩, এ বাওয়ালিয়া গ্রুপের ধাপ – ধামাল পরিবেশনা এবং বৃন্দাবনের প্রখ্যাত শিল্পীদের মহারাস – ফুলের হোলি ছিল এই অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ। ঠাণ্ডাই এবং ঝরিয়া ডাল পাকোড়া এই রঙের উৎসবকে সত্যিকারের এক রঙিন অনুভূতি দিয়েছে।

Latest article