দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

বসন্ত
বসন্তর কোনো বয়স নেই,
ওটা চিরজনীন, চিরকালীন।
বসন্ত রঙময় ফাগুন,
রঙবাহারে সুরভিত আগুন।
রাঙা পলাশের রূপসী বেলায়,
ছৌ নৃত্যের নৃত্য মেলায়,
শিমুল-পলাশের ফাগুন গানে
রঙ রঙে বৈচিত্রর তানে।
উৎসব মিলিত হয় আবির গগনে
রঙ মিলনে দোলদেওয়া প্রাণে।
দেদোল দোল
দোলনা দোলায়,
রঙ দিগন্ত
আবিরের ভেলায়৷
আবিরের ঝড়ে পবিত্র পানে
সবারে সবাই করে আহ্বানে।
যুগ যুগ পেরিয়ে রঙ মিলনে
বসন্তর বয়স চিররঙিনে।

আরও পড়ুন-পূর্বস্থলী দক্ষিণে নয়া কর্মসূচি, পড়ুয়াদের মুখোমুখি বিধায়ক

Latest article