স্পষ্টবাক চন্দ্রিমা : তৃণমূল দাঙ্গা করে না, জনসংযোগে জোর দেয়

পঞ্চায়েতে অস্তিত্বহীন হবে অন্য দল

Must read

সংবাদদাতা, বহরমপুর : রবিবার বহরমপুর পঞ্চাননতলায় ভিড়ে ঠাসা জেলা পরিষদের অডিটোরিয়াম হলে পঞ্চায়েতি সভার আয়োজন করেছিল জেলা মহিলা তৃণমূল কংগ্রেস। সভায় হাজির হয়ে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (TMC- Chandrima Bhattacharya) বলেন, ‘‘অন্যদের মতো তৃণমূল দাঙ্গা করে না। সারা বছর মানুষের সঙ্গে জনসংযোগে জোর দেয়। নির্বাচন সামনে এলে জনসংযোগ বাড়াতে হয়। পঞ্চায়েত ভোট সামনে। তাই মুর্শিদাবাদ জেলার ৩২ হাজার ৫২৭টি বাড়িতে ঘুরেছেন জেলার মহিলা তৃণমুল কর্মীরা। চলো গ্রামে যাই কর্মসূচিতে দলের মহিলা কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুবিধা-অসুবিধার কথা শুনেছেন।’’ চলো গ্রামে যাই কর্মসূচিতে বহরমপুরের বদরপুর এলাকায় মানুষের কাছে টোটোয় করে পৌঁছে গেলেন মন্ত্রীও। সঙ্গে ছিলেন সাংসদ মালা রায়। মন্ত্রী (TMC- Chandrima Bhattacharya) বলেন, ‘‘মেয়েদের সম্মান দিয়েছেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত নির্বাচনে ৫০ শতাংশ মহিলা সংরক্ষণ হয়েছে তাঁর হাত ধরেই। তাঁর নানা জনমুখী প্রকল্পের সুবিধা পাওয়ায় আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তাঁরা তৃণমূলকেই জয়ী করবেন।’’ বহরমপুরের সভায় উপস্থিত মহিলাদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যাঁরা সরকারের কোনও প্রকল্পের সুযোগ পাননি, কেন পাননি তার পাশাপাশি যাঁরা পেয়েছেন তাঁরা কী কী সুবিধা পেয়েছেন সেসব নোট করুন। বিনা পয়সায় চাল দিয়েছেন দিদি, কিন্তু গ্যাস কিনবেন কী করে? জবাব চান। কে গালিগালাজ করছে তা দেখার দরকার নেই। তৃণমূল সরকারকে ক্ষমতায় আনতে মহিলারাই যথেষ্ট। পঞ্চায়েত ভোটে অন্য কোনও রাজনৈতিক দলের ক্ষমতা নেই তৃণমূলকে হারানোর। মেয়েরা যেভাবে বাড়ি বাড়ি পৌঁছচ্ছেন তাতে অন্য দলের অস্তিত্বই থাকবে না।’’ অধীর চৌধুরির পদযাত্রা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘‘অধীর আগ্রহে সিপিএমের সঙ্গে যুক্ত হয়েছেন অধীর চৌধুরি। ফলে পদ রাখতে তিনি হাঁটছেন, সেই পদযাত্রার কোনও প্রভাব পড়বে না জেলায়।” তবে লড়াই নয়, মুখ্যমন্ত্রীর প্রতি যে আস্থা রয়েছে মানুষের তার জোরেই পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল জয়ী হবে বলে মনে করেন তিনি। রবিবারের পঞ্চায়েতি সভায় ছিলেন তৃণমূল সাংসদ মালা রায়, সাংসদ আবু তাহের খান, খলিলুর রহমান, মন্ত্রী আখরুজ্জামান, জেলা সভাধিপতি সামসুজ্জোহা বিশ্বাস, সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সাওনি সিংহরায়, জেলার মহিলা তৃণমূল নেত্রী শাহনাজ বেগম প্রমুখ।

আরও পড়ুন-বিজেপি কাউন্সিলর দল ছেড়ে তৃণমূলে

Latest article