দুর্নীতি ফাঁস, সরব তৃণমূল

Must read

প্রতিবেদন : স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্নীতিগ্রস্ত মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস (Modi Government- TMC)। ক্যাগ রিপোর্টে ফাঁস হচ্ছে কেন্দ্রীয় সরকারের একের পর এক দুর্নীতি। তা নিয়ে দলের সামাজিক মাধ্যমে বলা হয়েছে, মোদি জমানায় দ্বারকা এক্সপ্রেসওয়ের খরচ ১৪ গুণ বেড়ে হয়েছে ২৫০.৭৭ কোটি টাকা প্রতি কিলোমিটার। এই টাকা ভারতমালাকে দেওয়ার জন্য অন্যান্য প্রকল্প থেকে ১.৫৭ লক্ষ কোটি টাকা সরানো হয়েছে। মিথ্যা রিপোর্টের ভিত্তিতে প্রকল্পের দরদাতাদের নির্বাচন করা হয়েছে। তৃণমূলের (Modi Government- TMC) কটাক্ষ, নিউ ইন্ডিয়ার প্রতি ভারতের পদক্ষেপ কি এমনই দুর্নীতিময়? এদিকে ক্যাগ রিপোর্ট নিয়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, বিজেপির দুর্নীতি এবং লুঠ দেশকে জাতীয় সড়ক থেকে নরকে নিয়ে যাচ্ছে। মোদি সরকারের সমালোচনা করে ভারতমালা নিয়ে রিপোর্ট দিয়েছে সিএজি। বিরোধীদের দিকে দুর্নীতির আঙুল তোলার আগে প্রধানমন্ত্রীর নিজের দিকে আগে দেখা দরকার। কারণ, এটির তত্ত্বাবধান করছেন প্রধানমন্ত্রী নিজে। ক্যাগ রিপোর্টে আরও যে পাঁচটি প্রকল্পের দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে সেগুলি হল, সিঙ্কেরিম-আগুয়ারা প্রকল্প, গোয়া হিমালয়ান সার্কিট, হিমাচল প্রদেশ হেরিটেজ সার্কিট, রংপো-সিংটামের উন্নয়ন এবং মধ্যপ্রদেশের বৌদ্ধ সার্কিট উন্নয়ন।

আরও পড়ুন- অমৃত মহোৎসবে চাওয়া পাওয়ার খতিয়ান

Latest article