দিলীপকে জবাব তৃণমূলের

এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে ফের কটাক্ষ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

Must read

প্রতিবেদন : শুক্রবার সকালে হাওড়া স্টেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিজেপি নেতা-কর্মীরা জয় শ্রীরাম স্লোগান দেন। যা নিয়ে বিজেপি নেতাদের মধ্যেই তীব্র মতভেদ তৈরি হয়েছে। এই ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পর শনিবার সকালে এই নিয়ে মুখ্যমন্ত্রীকে ফের কটাক্ষ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ।

আরও পড়ুন-১২-০, সমবায় ভোটে ফের জয়

দিলীপের মন্তব্যের সঙ্গে সঙ্গেই তাঁকে পাল্টা জবাব দেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। এদিন কুণাল বলেন, রামের ভক্ত সবাই। কিন্তু কোথায় কী বলছি, সবকিছুরই একটা স্থান-কাল-পাত্র জ্ঞান থাকা উচিত। তাই যদি হবে, সব জায়গায় যদি জয় শ্রীরাম বলা যায়, তাহলে বিয়ে, ফুলশয্যা, দৈনন্দিন সমস্ত কাজের সময় একবার করে তা বলুন। তাহলে বুঝতে পারবেন কোথায় বলা যায়, আর কোথায় বলা যায় না। বিজেপি এমন ভাবে বলছে, যেন রাম ওদের ব্র্যান্ড অ্যাম্বাসাডার। রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডার ভাবা অবিলম্বে বন্ধ করুক। এর আগে শুক্রবার সকালে হাওড়া স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী পা রাখতেই মঞ্চের পাশ থেকে একদল বিজেপি নেতা-কর্মী সরকারি অনুষ্ঠানের মধ্যেই মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম স্লোগান তোলেন। স্লোগান দেওয়ায় ওই অনুষ্ঠান মঞ্চে আর ওঠেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চের নিচে সিঁড়ির পাশে চেয়ার নিয়ে বসেছিলেন। সেখানে দাঁড়িয়ে ভাষণও দেন মুখ্যমন্ত্রী। সরকারি অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে অপমান করার ট্র্যাডিশন অবশ্য বিজেপির নতুন নয়। এর আগে ২০২১ সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামনে একই ঘটনা ঘটিয়েছিলেন একদল বিজেপি কর্মী।

Latest article