নবগঠিত ঐতিহাসিক টাউন হল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

সংস্কারের পর বৃহস্পতিবার কলকাতার নবগঠিত ঐতিহাসিক টাউনহলের উদ্বোধন (Town Hall) করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার টাউন হল উদ্বোধন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, মেয়র ফিরহাদ হাকিম, মেয়র পরিষদ দেবাশীষ কুমার সহ অন্যান্যরা।

উল্লেখ্য, ১৮১৩ সালে এই ঐতিহাসিক ভবন নির্মাণ করা হয়েছিল কলকাতায়। তারপর থেকে বহু ইতিহাসের সাক্ষী থেকেছে এই ঐতিহাসিক ভবন। তবে ৬ বছর আগে এই ভবনের ছাদের চাঙড় খসে পড়ায় এই ঐতিহাসিক ভবনের সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরনিগম। কলকাতা পুরনিগমের তরফে এই ভবন সংস্কারের দায়িত্ব দেওয়া হয় পূর্ত দফতরকে। সেইমতো বাইরের কাঠামোতে পরিবর্তন না করে এই ভবনটিকে সম্পূর্ণ সংস্কার করা হয়েছে।

আরও পড়ুন: ফের ইতিহাস বিকৃতি কেন্দ্রের, মোদির ট্যুইটে ব্রাত্য মঙ্গল পাণ্ডে

জানা গিয়েছে, পূর্ত দফতর আইটিআই রুরকির তত্ত্বাবধানে বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ এখানে করেছে। যাতে ভূমিকম্পে এই ঐতিহাসিক ভবনের কোনও ক্ষতি না হয়, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সংস্কারের ক্ষেত্রে মূল ভবনের পূর্ব ও পশ্চিমের দেওয়ালের সঙ্গে একটি নতুন দেওয়াল তোলার পাশাপাশি উত্তর ও দক্ষিণে দেওয়াল ও স্তম্ভগুলিকে সুরক্ষিত করা হয়েছে। একইসঙ্গে নতুন করে সাজানো হয়েছে টাউনহলের (Town Hall) সংগ্রহশালা। কলকাতা পুরনিগমের তরফ থেকে জানা গিয়েছে, নয়া এই সংগ্রহশালা সমৃদ্ধ করতে ঐতিহাসিক নথিগুলিকে ডিজিটাল মাধ্যমে ধরে রাখা হবে এবং এর জন্য সাহায্য নেওয়া হয়েছে খড়গপুর আইআইটির বিশেষজ্ঞদের। নয়া এই সংগ্রহশালায় যেমন রয়েছে ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু ঐতিহাসিক নথি, একই ভাবে বাংলার একাধিক আন্দোলনের ঐতিহাসিক নথিও এখানে থাকছে।

Latest article