উল্টোডাঙা উড়ালপুলে ফাটল

Must read

প্রতিবেদন : উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga Flyover) আবার ফাটল। এবারে ইএম বাইপাস থেকে লেকটাউনমুখী উড়ালপুলের অংশে। খবর পেয়ে বুধবার ঘটনাস্থলে যান কেএমডিএ ও কলকাতা পুরসভার ইঞ্জিনিয়াররা। প্রাথমিক পরীক্ষার পরে তাঁদের ধারণা, বিপদের কোনও সম্ভাবনা নেই। তবে ফাটল মেরামতির জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করা হয়েছে কেএমডিএ-র পক্ষ থেকে। লক্ষণীয়, বেশ কয়েকবছর আগে ইএম বাইপাসমুখী উড়ালপুলের (Ultadanga Flyover) একটি অংশ ভেঙে পড়েছিল। দীর্ঘদিন বন্ধ রেখে নিখুঁতভাবে সংস্কারের পরে তা আবার খুলে দেওয়া হয় যান চলাচলের জন্য। ২০২১-এর নভেম্বরে বেশ কয়েকদিন ব্রিজ বন্ধ রেখে লেক টাউনের দিকের অংশে ৪টে অস্থায়ী লোহার পিলার বসিয়েছিল কেএমডিএ। এবারে ফাটল লেক টাউনের দিকের অংশেই। নিম্নমুখী অংশে লেক টাউনে নামার ঠিক ১০০ মিটার আগেই পিলারে ফাটল দেখা গিয়েছে। তবে কেএমডিএ-র ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ফাটল তেমন বড় নয়। সংযোগস্থলের ফাঁকটা একটু বেড়ে গিয়েছে। কিন্তু বিপদের তেমন কোনও সম্ভাবনা নেই। লক্ষ্য রাখা হচ্ছে। উড়ালপুলের স্বাস্থ্যপরীক্ষাও চলছে। উপদেষ্টা কমিটির কাছ থেকে পরামর্শ নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারেরা মেরামতির প্রস্তুতি শুরু করবেন কয়েকদিনের মধ্যেই।

আরও পড়ুন: রাজভবনে শপথ নিয়ে পূর্ণমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন , পার্থ মন্ত্রী হওয়ায় উল্লাস কাঁচরাপাড়ায়

Latest article