মুখ্যমন্ত্রীর নির্দেশমতো বর্ষার মুখে সতর্ক জেলা প্রশাসন, ডেঙ্গু রুখতে পথে জেলাশাসক

এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলাশাসক। পানিহাটির পুরপ্রধান মলয় রায় বলেন, পানিহাটিতে বর্তমানে ডেঙ্গুর সংখ্যা অনেকটাই কম।

Must read

সংবাদদাতা, বারাকপুর : ডেঙ্গু নিয়ে বারবার সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী (chief minister)। তাঁর নির্দেশ মেনে বর্ষা শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে নজর দিল জেলা প্রশাসন। বৃহস্পতিবার পানিহাটি পুরসভার বিভিন্ন এলাকায় মশাবাহিত ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ আটকাতে আগাম সর্তকতামূলক ব্যবস্থা হিসাবে এলাকা পরিদর্শনে বেরোন জেলাশাসক সুমিত গুপ্তা। জলাশয় ও জমা জল থেকে যাতে ডেঙ্গু ও ম্যালেরিয়া না ছড়ায় সেজন্য প্রথমেই পানিহাটি পুরসভায় প্রশাসনিক বৈঠকে বিভিন্ন ওয়ার্ডের অবস্থা নিয়ে আলোচনা করেন তিনি। এর পর ২৭ নম্বর ওয়ার্ডে বৃষ্টির ফলে জলমগ্ন স্থান ঘুরে দেখেন।

আরও পড়ুন-লাইনে হাতি, বাঁচাল চালক

সেখান থেকে পানিহাটি হাসপাতালে গিয়ে নিকাশি ব্যবস্থা ও পরিত্যক্ত অঞ্চল পরিদর্শন করেন। নর্দমায় যাতে কোনওভাবেই ডেঙ্গুর লার্ভা না জন্মায় সেজন্য গাপ্পি মাছ কত পরিমাণে আছে তা-ও খতিয়ে দেখেন। জেলাশাসক জানান, পানিহাটির যেসব এলাকায় জল জমে সেগুলো ঘুরে ডেঙ্গুর কোনও সম্ভাবনা আছে কিনা খতিয়ে দেখেছেন। বিটি রোডের দু’ধারে তৈরি হওয়া হাইড্রেন পুরোপুরি ঢাকা থাকায় ভিতরে আবর্জনা জমে জল আটকে দিচ্ছে। ফলে বর্ষায় জল জমার আশঙ্কা আছে।

এজন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান জেলাশাসক। পানিহাটির পুরপ্রধান মলয় রায় বলেন, পানিহাটিতে বর্তমানে ডেঙ্গুর সংখ্যা অনেকটাই কম। ভবিষ্যতে যাতে কোনওভাবে মশাবাহিত রোগ না ছড়ায় সেদিকে লক্ষ্য রাখবে পুরসভা। এই অঞ্চলটি অনেকটা নিচু হওয়ায় জল জমার সমস্যা আছে, তবে তা শিগগিরই সমাধানের চেষ্টা করবে পানিহাটি পুরসভা।

Latest article