সকাল থেকে বিঘ্নিত মেট্রো পরিষেবা, নাজেহাল অবস্থা যাত্রীদের

Must read

শনিবার সকালে মেট্রোয় বিঘ্নিত পরিষেবা (Metro Rail Service Stopped)। কালীঘাট স্টেশনের কাছে যান্ত্রিক ত্রুটির কারণে রবীন্দ্র সরোবর থেকে যতীন দাস পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে। এর ফলে চরম দুর্ভোগ যাত্রীদের। তবে দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত এবং কবি সুভাষ থেকে মহানায়ক উত্তমকুমার পর্যন্ত মেট্রো চালানো হচ্ছে। মেট্রো কতৃপক্ষ জানিয়েছেন, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুক্ষণ সময় লাগবে।

সকাল ৮: ১২ মিনিট নাগাদ কালীঘাট মেট্রোর কাছে থার্ড লাইনে পাওয়ার সাপ্লাই সংক্রান্ত সমস্যা দেখা যায়। ফলে যতীন দাস পার্ক থেকে রবীন্দ্র সরোবর পর্যন্ত পাওয়ার ব্লক করে কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।

আরও পড়ুন- দেউচা-পাঁচামি দ্বিতীয় পর্যায়ের খনন শুরুর নির্দেশ দিল রাজ্য

অফিস টাইমে প্রায় তিন ঘণ্টারও বেশি সময় একটানা মেট্রো পরিষেবা (Metro Rail Service Stopped) বন্ধের সুযোগ নিচ্ছে অটো ও ট্যাক্সি চালকরা। ইচ্ছেমতো ভাড়া নেওয়া হচ্ছে বলেই অভিযোগ যাত্রীদের একাংশের। টালিগঞ্জ থেকে গন্তব্যে পৌঁছতে কার্যত নাজেহাল সাধারণ মানুষ।

Latest article