২ লাখ টাকা ফেরত দিলেন অটোচালক, সততার নজির

সেই ব্যাগে ছিল নগদ ২ লক্ষ টাকা, দামি ল্যাপটপ ও প্রয়োজনীয় নথি। ব্যাগটি হারিয়ে যাওয়ার পর বিভ্রান্ত হয়ে পড়েন সুরজিৎ।

Must read

সংবাদদাতা, বজবজ:‌ সততার নজির গড়লেন দক্ষিণ শহরতলি বজবজের অটোচালক সেখ রবিউল। মঙ্গলবার রাতে রবিউলের অটোতে একটি ব্যাগ ফেলে চলে যান অটোযাত্রী সুরজিৎ সাহা। সেই ব্যাগে ছিল নগদ ২ লক্ষ টাকা, দামি ল্যাপটপ ও প্রয়োজনীয় নথি। ব্যাগটি হারিয়ে যাওয়ার পর বিভ্রান্ত হয়ে পড়েন সুরজিৎ।

আরও পড়ুন-নয়াচরে সৌরবিদ্যুৎ প্রকল্প

রাতেই মহেশতলা থানা ও ফাঁড়ির সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে শুরু করে পুলিশ। কিন্তু কোনও কিনারা করতে পারেননি। প্রতিদিনের মতো অটো নিয়ে রাতে বাড়ি ফেরেন রবিউল। বাড়িতে ফিরে দেখেন অটোর মধ্যে পড়ে আছে একটি ব্যাগ। ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ। নগদ টাকা ও ল্যাপটপ দেখতে পান। তিনি তৎক্ষণাৎ অটো স্ট্যান্ডের সঙ্গে যোগাযোগ করেন। স্ট্যান্ড থেকে যোগাযোগ করা হয় মহেশতলা থানায়।

আরও পড়ুন-শিশিরের পদ খারিজ নিয়ে চিঠি কমিটির

পুলিশ সরাসরি যোগাযোগ করে রবিউলের সঙ্গে। রাতেই সুরজিৎবাবুকে ফোন করে আশ্বস্ত করে পুলিশ। সকালে থানায় অটো চালিয়ে হাজির হয়ে যান রবিউল। থানার পড়শিদের উপস্থিতিতে মালিকদের হাতে ব্যাগটি তুলে দেন অভাবী রবিউল। সততার জন্য পুলিশের পক্ষ থেকে ফুলের স্তবক দিয়ে সংবর্ধিত করা হয় রবিউলকে। ব্যাগের মালিক খুশি হয়ে পাঁচ হাজার টাকা দেন রবিউলকে। ব্যাগ ফেরত দিয়ে খুশি রবিউল। খুশি বেসরকারি সংস্থায় কর্মরত সুরজিৎও। ‌

Latest article