রিপোর্ট কোথায় ? কেন্দ্রকে চিঠি নবান্নর

Must read

প্রতিবেদন : বকেয়া আদায়ে চাপ বাড়াল নবান্ন (Nabanna)। মুখ্যমন্ত্রীর সফরের মাঝখানেই ১০০ দিনের কাজ ও আবাস যোজনার পরিদর্শনে আসা কেন্দ্রীয় টিমের রিপোর্ট চেয়ে পাঠানো হল। ১৫ ডিসেম্বরের মধ্যে রিপোর্ট আসার কথা ছিল। না আসায় রিপোর্টের কপি চেয়ে চিঠি দিয়েছে পঞ্চায়েত দফতর। যুক্তি, প্রকল্প রূপায়ণে কোনও ত্রুটি-বিচ্যুতি থাকলে তা শুধরে নেওয়া যাবে। রাজ্যকে নানাভাবে বঞ্চিত করার জন্য কেন্দ্রীয় দল ঘুরে যাওয়ার ৬-৭ মাস পর রিপোর্ট পাঠানো হয়। যাতে রাজ্যের (Nabanna) বরাদ্দ যথা সময়ে না পাওয়া যায়। এই কারণেই পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন দেরি হলে উপভোক্তারা সমস্যায় পড়েন। এক্ষেত্রে রাজ্যের সব ক’টি পদক্ষেপ যথার্থই ছিল। তা সত্ত্বেও কেন কেন্দ্রীয় দল পাঠানো এবং টাকা আটকে রাখা তার কোনও জবাব কেন্দ্রের কাছে নেই।

আরও পড়ুন- বঞ্চনার প্রতি.বাদে মহামিছিল

Latest article