গরিব প্রকল্পে কোপ

ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশের নতুন সংযোজন। রেশনের পর এবার গরিব পরিবারগুলিকে বড় ধাক্কা দিল যোগী আদিত্যনাথ সরকার।

Must read

নবনীতা মন্ডল, নয়াদিল্লি : ডবল ইঞ্জিনের রাজ্য উত্তরপ্রদেশের নতুন সংযোজন। রেশনের পর এবার গরিব পরিবারগুলিকে বড় ধাক্কা দিল যোগী আদিত্যনাথ সরকার। গরিব মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া আগেই বন্ধ হয়েছিল এবার গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য অর্থপ্রদানের প্রকল্পও বন্ধ করে দিল উত্তরপ্রদেশ সরকার।

আরও পড়ুন-মাঙ্কিপক্সে প্রথম মৃত্যুর খবর মিলল আমেরিকায়

প্রকল্পটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে এনআইসিকে চিঠি লিখে জানিয়েছে রাজ্যের সমাজকল্যাণ দফতর। এবার থেকে গরিব পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর কোনও আর্থিক সহায়তা দেবে না রাজ্য সরকার। ব্যক্তিগত বিবাহ অনুদান প্রকল্প আদতে উত্তরপ্রদেশের চার দশকের একটি পুরনো সরকারি প্রকল্প। এই প্রকল্পের আওতায় সমস্ত জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে গরিবি রেখার নিচে থাকা সমস্ত পরিবারকে মেয়ের বিয়ের জন্য এককালীন নগদ ২০ হাজার টাকা সাহায্য দেওয়া হত। এবার তাতেও কোপ।

Latest article